এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের ‘অঙ্গুলিহেলনে’ কাজ? দিলীপের পর এবার বঙ্গ-পুলিশকে চূড়ান্ত হুঁশিয়ারি কৈলাশের!

তৃণমূলের ‘অঙ্গুলিহেলনে’ কাজ? দিলীপের পর এবার বঙ্গ-পুলিশকে চূড়ান্ত হুঁশিয়ারি কৈলাশের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এখন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে প্রতিনিয়ত ময়দানে নামতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে সমস্ত অভিযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম পুলিশ প্রশাসন। প্রায়শই বিজেপির ছোট, বড়, মেজো সমস্ত স্তরের নেতারাই অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ এই অভিযোগের মধ্যে দিয়ে বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা যে কার্যত ভূলুণ্ঠিত, তা প্রমাণ করার চেষ্টা করছে বলেই মনে করে রাজনৈতিক মহল।

কিছুদিন আগেই ক্ষমতায় আসলে পুলিশকে দেখে নেওয়ার কথা বলে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার রাজ্যের পুলিশ কর্মীদের আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যে ঘটনাকে কেন্দ্র করে এখন বঙ্গ রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন বিজেপির পক্ষ থেকে একটি ভার্চুয়াল সভা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আর সেই অনুষ্ঠানে থেকেই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নিয়ে সরব হতে দেখা যায় তাকে। যেখানে তিনি বলেন, “যেসব পুলিশ আধিকারিকরা তৃণমূলের গুন্ডাদের সঙ্গে মিলে এরাজ্যে অরাজকতাকে মদত দিচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেই আধিকারিকদের জেলে যেতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপির একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে এই ধরনের বাক্যবাণকে কেন্দ্র করে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের মতে, ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা, তাহলে ক্ষমতায় এলে যে তারা কি করতে পারেন, তা সত্যিই ভাবা দায় হয়ে যাচ্ছে। এইভাবে যদি সবসময় প্রতিহিংসার সুর শোনা যায় বিজেপি নেতাদের গলায়, তাহলে বাংলার মানুষ পরিবর্তন আনার সাহস কতটা দেখাবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

যদিও বা বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন এখন আর আইনের রক্ষক হিসেবে কাজ করছে না। তৃণমূলের রক্ষক হিসেবে কাজ করছে। তাই আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে গেলে বিজেপিকে ক্ষমতায় আনবেন বাংলার মানুষ। তবে দিলীপ ঘোষের পর কৈলাস বিজয়বর্গীয় মত নেতা যদি এভাবেই পুলিশকে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করতে থাকেন, তাহলে একজন জনপ্রতিনিধি বা জনতার নেতা হিসেবে তাদের ভাবমূর্তি তলানীতে ঠেকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!