এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক ঠেলাতেই বাজিমাত, কাকুকে নিয়ে চরম বিপাকে পিসি! বোমা ফাটালেন শুভেন্দু!

এক ঠেলাতেই বাজিমাত, কাকুকে নিয়ে চরম বিপাকে পিসি! বোমা ফাটালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন বাংলার মানুষ অনেক নাটক দেখেছে পিসি এবং ভাইপোর। মাঝখানে জড়িয়ে পড়েছিলেন স্বনামধন্য কাকু সুজয়কৃষ্ন ভদ্র। নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করতে যাবতীয় নাটক এতদিন মঞ্চস্থ হয়েছে বাংলায়। কিন্তু বুধবার রাত্রিবেলা সেই কালীঘাটের কাকুর যাবতীয় নাটকের যবনিকা পতন হয়ে গেল। এতদিন নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে কম টালবাহানা করতে দেখা যায়নি তাকে। দিনের পর দিন এসএসকেএমে পড়ে থেকে নিজেকে অসুস্থ বলে আড়াল করার চেষ্টা করেছিলেন এই সুজয়বাবু। কারণ তিনিও খুব ভালো মতো জানেন যে, যদি তিনি একবার কন্ঠস্বরের নমুনা দিয়ে ফেলেন, তাহলে গোটা ব্যানার্জি পরিবার প্রশ্নের মুখে পড়ে যাবে। নিয়োগ দুর্নীতির তদন্তে তৈরি হবে নতুন মোড়। তাই বসকে যাতে বিপাকে পড়তে না হয়, তার জন্য এতদিন এসএসকেএমে নিজেকে অসুস্থ বলে কণ্ঠস্বরের নমুনা না দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন কালীঘাটের কাকু। কিন্তু বুধবার রাতে ইডির পদক্ষেপ এবং অ্যাম্বুলেন্স করে কাকুকে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পিসিমণিকে চরম সমস্যার মুখে ফেলে দিল। আর এই বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এসএসকেএম থেকে ইডি কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “সিইও লিপস অ্যান্ড বাউন্স, এবার বের করুন গলার সাউন্ড!!” অনেকে বলছেন, এরকম টুইট করাটাই তো স্বাভাবিক। এতদিন তো এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করাই সংস্থার কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কোনোভাবেই কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু আদালতের হস্তক্ষেপের পর তাকে পথে আসতেই হলো। ফলে এই নমুনা সংগ্রহ করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে। আর সেই তথ্যের ভিত্তিতেই আগামী দিনে এই দুর্নীতির রহস্য ভেদ করতে বড়সড় মাস্টারস্ট্রোক দিতে পারে ইডি বলেই মনে করছেন একাংশ। কারণ যে সুজয় কৃষ্ণ ভদ্র নিজের বস হিসেবে বাংলার যুবরাজকে উল্লেখ করেন, তার কন্ঠের নমুনা সংগ্রহ করলে যে বড় কিছু সামনে চলে আসতে পারে, এটা খুব ভালো করেই জানেন তৃণমূলের ওপর তোলার নেতা নেত্রীরা। তাই সবকিছু বুঝেই তারা কাকুর ওপর হয়ত বাইরে থেকে চাপ সৃষ্টি করেছিলেন। যার কারণে কাকু এতদিন ধরে নিজের কন্ঠস্বরের নমুনা দেননি। নিজেকে অসুস্থ বলে একটা নাটক এসএসকেএমে শুয়ে থেকে করার চেষ্টা করেছিলেন। কিন্তু আর সেই নাটক দীর্ঘস্থায়ী হলো না। ফলে এবার বড় কিছু দেখার অপেক্ষায় রয়েছে বাংলার জনসাধারণ বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, নাটক এতদিন ধরে অনেক করেছেন কালীঘাটের কাকু। কিন্তু এবার কাকুর কণ্ঠস্বর চাপে ফেলবে পিসি ভাইপোকে। যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে দ্রুত এর ফয়সালা চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু তাকে ঝুলিয়ে রেখে এসএসকেএমে নিজেকে অসুস্থ হিসেবে দেখিয়ে একটা নাটক কালীঘাটের কাকু চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার তাকে মুখ খুলতেই হবে। দুর্নীতি করে হাজার প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, কেউ রেহাই পাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, বুধবার সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি, যাকে সবাই এই নিয়োগ দুর্নীতির রহস্য ভেদ করতে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন, সেই অমৃতা সিনহার এজলাসের দিকে। তবে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নানা মহলে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই বলছিলেন, আজকে কিছু একটা হতে পারে। শেষ পর্যন্ত আশঙ্কাকে সত্যি করে কালীঘাটের কাকুর যাবতীয় নাটক ভেস্তে দিয়ে তাকে এসএসকেএম থেকে বের করে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কন্ঠস্বরের নমুনা নিয়ে ফেলল। ফলে বিরোধীরা যা চাইছিলেন, এবার সেটাই হয়ে গেল। এখন এই কণ্ঠস্বরে নমুনাকে হাতিয়ার করেই আগামী দিনে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে। আর সেই তথ্যের ভিত্তিতেই ঘুম উড়বে এই রাজ্যের মহারানীর। ঘুম উড়বে তার সাধের আড়ালের ঘরের দুলাল হওয়া স্বনামধন্য যুবরাজের। শুভেন্দু অধিকারীর টুইটের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা ‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!