এখন পড়ছেন
হোম > রাজ্য > গোরু পাচারকারী এনামুলের ঘনিষ্ঠদের এবার নোটিস পাঠাতে শুরু করল সিবিআই, চাপ বাড়ছে প্রভাবশালীদের !

গোরু পাচারকারী এনামুলের ঘনিষ্ঠদের এবার নোটিস পাঠাতে শুরু করল সিবিআই, চাপ বাড়ছে প্রভাবশালীদের !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল ধরা পড়ার পর থেকেই গরু পাচার কান্ড নিয়ে তদন্তের গতি বাড়ালো সিবিআই। এবার, গরু পাচারকারী এনামুলের ঘনিষ্ঠদের নোটিশ পাঠাতে শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে রঘুনাথগঞ্জ, লালগোলা থেকে ৫,৭ জন এনামুল ঘনিষ্ঠকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। অভিযোগ উঠেছে, এনামুলকে এরা অবৈধ কারবারে সাহায্য করত। এদের মধ্যে কয়েকজন আবার এনামুলের ব্যবসার অংশীদার ছিল। তার সঙ্গে কারবার করে তারাও বিপুল অর্থ লাভ করেছে। এদিকে এনামুল বিষয়ে সিবিআই এর তৎপরতা শুরু হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বেশকিছু প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতারা। অভিযোগ উঠেছে কিছু প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতারা এনামুলকে এ কাজে মদত দিতেন। এবার তারাও সিবিআইয়ের নোটিশ পেতে শুরু করলে যথেষ্ট বেকায়দায় পড়বেন, বলেই অনেকের ধারণা।

প্রসঙ্গত সিবিআইয়ের একটি দল সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় তদন্ত চালাচ্ছে। এনামুল ঘনিষ্ঠদের নোটিস দেওয়া হয়েছে। সাধারণত পুলিশের সহযোগিতা নিয়ে এ রকম নোটিশ পাঠানো হয়ে থাকে, কিন্তু এবারে সিবিআই নিজেই একাজে নেমেছে। এনামুল ঘনিষ্ঠদের জেরা করে সিবিআই বেশ কিছু তথ্য জানার পরিকল্পনা নিয়েছে। এরমধ্যেই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এক বিএসএফ কর্তাকে গ্রেফতার করলো সিবিআই। তবে, এনামুলকে গ্রেপ্তার করা হলেও, সে অন্তর্বর্তী জামিন পেয়েছে। করোনা আক্রান্ত হবার কারণে আইসোলেশন আছে এনামুল। তবে আবার তাকে জেরা করা হবে বলে জানা গেছে। তাকে জেরার পূর্বে তার ঘনিষ্ঠদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিল সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়েন্দারা জানতে পেরেছেন যে, সিন্ডিকেট তৈরি করে এনামুল মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় গরু পাচার করত। লালগোলা, রঘুনাথগঞ্জ সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি গরু পাচার করেছে সে। এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে এনামুলের ঘনিষ্ঠতা ছিল। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে নোটিশ পাঠালো সিবিআই। আগামী দিনে আরও বেশ কিছু প্রভাবশালীকে ডাকা হতে পারে। যাদের মধ্যে বেশকিছু কাস্টমস আধিকারিক, পুলিশকর্তাও আছেন। অভিযোগ উঠেছে এই সমস্ত পুলিশ ও আধিকারিকদের সাহায্য নিয়ে বিভিন্ন রাজ্য থেকে গরু এনে সহজেই বাংলাদেশে পাচার করত এনামুল।

আবার, কখনো বিএসএফ সীমান্তে তার গরু আটকে দিলে, সেই গরু এনামুলের লোকজন কিনে নিত। বিএসএফ ও বেশ কয়েকজন কাস্টমস অফিসারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। তাই অত্যন্ত কম দামে পেয়ে যেত এই গরু গুলি। তাকে সুবিধা করে দিতে হিসাবেও গরমিল দেখানো হতো। নিলামে গরু কিনেও প্রচুর অর্থ করেছে এনামুল। হিসেবে যারা গরমিল দেখাতেন তাদের কয়েকজনকেও জেরার সিদ্ধান্ত নিলেন তদন্ত কারীরা। এবার প্রভাবশালীরা কবে সিবিআইয়ের কোপে পড়তে চলেছেন, তাই নিয়েই বাড়ছে সংশয়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!