এখন পড়ছেন
হোম > জাতীয় > আদালতে বড়সড় জয় ছিনিয়ে নিলেন তাবলিঘি জামাত সদস্যরা! মুখ লুকোবার জায়গা পাচ্ছে না রাজ্য সরকার!

আদালতে বড়সড় জয় ছিনিয়ে নিলেন তাবলিঘি জামাত সদস্যরা! মুখ লুকোবার জায়গা পাচ্ছে না রাজ্য সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, ঠিক তখনই দিল্লিতে নিজামউদ্দিনে ধর্মসভায় যোগ দিয়েছিলেন বেশকিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছিল তাবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে। দেশে যখন মহামারী চলছে, যখন সমাবেশ করতে বারণ করা হচ্ছে সকলকে, তখন কেন এইভাবে জনসমাগম করা হল, তা নিয়ে সরকারের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল।

যার ফলস্বরুপ সেই তাবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা করে মহারাষ্ট্র পুলিশ। কিন্তু এবার সরকারকেই কার্যত অস্বস্তিতে ফেলে দিয়ে সেই সমস্ত জামাত সদস্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। সূত্রের খবর, শুক্রবার বোম্বে হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ 29 জন জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দেয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মহারাষ্ট্র সরকার যে প্রবলভাবে চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু কেন এই মামলা খারিজ করে দিল বিচারপতিদের ডিভিশন বেঞ্চ? জানা গেছে, বিচারপতি টিভি তালাওয়াড়ে এবং বিচারপতি এম জি সেউলিকরের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, “মনে হচ্ছে, রাজ্য সরকার রাজনৈতিক চাপে পড়ে পদক্ষেপ করেছে। আর পুলিশও সরকারি নির্দেশের বিরোধিতা করার সাহস পায়নি‌। যখনই কোনো বিপর্যয় বা কোনো মহামারী আসে, সরকার একটা বলির পাঠা খোজে। এক্ষেত্রে মনে হচ্ছে বিদেশিদের বলির পাঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই মামলা করার পরই জামাত সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, ভারত সরকারের দেওয়া বৈধ ভিসাতেই তারা ভারতবর্ষে এসেছিলেন। এমনকি বিমানবন্দরে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাদের বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছিল। ফলে এত কিছু করার পরেও কেন তাদের বিরুদ্ধে মামলা হল, তা নিয়ে তোলা হয়েছিল প্রশ্ন।

অবশেষে এই ঘটনায় সেই সমস্ত জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলাকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়ে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে চাপে ফেলে দিল বোম্বে হাইকোর্ট। বিশেষজ্ঞরা বলছেন, বিচারপতিদের ডিভিশন বেঞ্চ নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে, করোনা মহামারী এমনিতেই ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছিল।

আর সেই সময় মহারাষ্ট্র সরকার নিজেদের মুখ বাঁচাতে এই ঘটনাকে তুলে ধরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে। সব মিলিয়ে গোটা ঘটনায় তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা হলেও, এবার সেই মামলা খারিজ করে দিয়ে মহারাষ্ট্র সরকার এবং পুলিশ প্রশাসনকে চাপে ফেলে দিল আদালত। এখন এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!