এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > শ্রমিক আন্দোলন নিয়ে বড়সড় নির্দেশ বিমান বসুর, তবুও কাজ হবে কি ? উঠছে প্রশ্ন !

শ্রমিক আন্দোলন নিয়ে বড়সড় নির্দেশ বিমান বসুর, তবুও কাজ হবে কি ? উঠছে প্রশ্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২৬ সে নভেম্বর দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট ডেকেছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। ধর্মঘটের দিনে এ রাজ্যে শ্রমিকদের ধর্মঘট পালনে বাধা দিতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এজন্য ধর্মঘটে যোগদানকারী শ্রমিকদের সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করতে বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এ বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, আগামী ২৬ সে নভেম্বর দেশজুড়ে ধর্মঘট পালন করা হবে। সেদিন যদি কেউ ধর্মঘট পালনে বাধা দেয় তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেদিন যারা তাদের এই ধর্মঘট পালনে বাধা দেবে তাদের প্রতি কোনো রকম দুর্বলতা প্রকাশ করা যাবে না। কঠোর মনোভাব দেখাতে হবে আমদোলনকারীদের।

প্রসঙ্গত আগামী ২৬ শে নভেম্বর দেশজুড়ে শ্রমিক ধর্মঘট সফল করতে এ বিষয়ে ব্যাপক প্রচার ও প্রস্তুতির জন্য গত সোমবারের রাজ্যের বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলি এক বিশেষ কনভেনশনের আয়োজন করেছিল। যে কনভেনশনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেদিন কনভেনশনে উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি জানালেন, ” কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল এই দুটি দলের কোনটাই শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা ভাবে না। এরা উভয়েই জনবিরোধী।” এভাবে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই তোপ দাগলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আগামী ২৬ সে নভেম্বর ধর্মঘট সফল করে নেতাদের শ্রমজীবী মানুষের প্রতি দায়িত্ব পালন ও শ্রমজীবী মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তিনি আবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে একযোগে তোপ দেগে জানালেন যে, অনেকেই ভাবছেন রাজ্যের শাসক দল তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে রাজ্যে বিজেপিকে আনা প্রয়োজন। আবার কেউ কেউ মনে করছেন যে, রাজ্যে বিজেপিকে রোধ করতে গেলে তৃণমূলকে সমর্থন জানানো প্রয়োজন। কিন্তু বিমান বসুর অভিমত, বিজেপি বা তৃণমূল কাউকেই সমর্থন করা উচিত নয়। তাঁর অভিযোগ, এই দুই দলই সর্বনাশা। তাই এদের কোনোভাবেই সমর্থন করা কাম্য নয়।

গত সোমবারের এই কনভেনশনে সিটু রাজ্য কমিটির পক্ষ থেকে প্রয়াত বামনেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে একটি বিশেষ পত্রিকা সংখ্যা প্রকাশ করা হলো। প্রয়াত বাম নেতার স্মরণে প্রকাশিত এই বিশেষ পত্রিকার সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!