এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেই হেভিওয়েট নেতাকে বড়সড় ক্ষমতা দিতে চলেছেন খোদ অভিষেক? জেনে নিন

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেই হেভিওয়েট নেতাকে বড়সড় ক্ষমতা দিতে চলেছেন খোদ অভিষেক? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একসময় দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলতেন বিপ্লব মিত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কাল থেকেই তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হতে শুরু করে। অর্পিতা ঘোষ পরাজিত হওয়ার পর তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর সেই বিপ্লব মিত্র যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। তবে কিছুদিন আগে আবার তিনি তৃণমূল কংগ্রেসের ফিরে এসেছেন। কিন্তু নিজের প্রাক্তন দলে ফিরে আসলেও, সেভাবে তাকে কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তার অনুগামীরা।

তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে এসে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতাদের বিপ্লব মিত্রকে কাজে লাগানোর বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিপ্লব মিত্রকে বিধানসভা নির্বাচনের আগে কাজে লাগানোর জন্য জেলা নেতৃত্বকে বার্তা দেওয়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

বস্তুত, দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক হালচাল ভালোই বোঝেন বিপ্লব মিত্র। বর্তমানে সেই জেলার তৃণমূল সভাপতি গৌতম দাস এবং চেয়ারম্যান শংকর চক্রবর্তী। তবে দীর্ঘদিন জেলা সভাপতি থাকার সময় বিপ্লব মিত্র দলকে নানা সময় সাফল্য পাইয়ে দিয়েছেন। মাঝে তার সঙ্গে দলের খারাপ সম্পর্ক তৈরি হওয়ার পর তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তবে কিছুদিন আগে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনকে চাঙ্গা করতে বিপ্লব মিত্রকে যে অত্যন্ত প্রয়োজনীয়, তা ভালোই বুঝতে পারছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই এখন শিলিগুড়ি সফরে এসে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভার মধ্যে ছয়টি বিধানসভা আসনই যাতে তৃণমূল কংগ্রেস পায়, তার জন্য জেলা নেতাদের বিপ্লব মিত্রকে সাথে নিয়ে কাজ করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা কিছুদিন হলেও বিজেপির সঙ্গে ঘর করেছেন এই বিপ্লব মিত্র। ফলে তিনি খুব ভালো করেই জানেন যে, বিজেপি আগামী দিনে কিভাবে এই জেলায় নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে। তাই সেই পরিস্থিতিতে সাংগঠনিক বিপ্লব মিত্রকে এখন সবথেকে বেশি কাজে লাগাতে চাইছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

তবে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে, এককালে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকা বিপ্লব মিত্রের এখন তেমন কোনো পদে নেই। ফলে জেলা নেতাদের বিপ্লব মিত্রকে কাজে লাগানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেলেও, এত বড় হেভিওয়েট ব্যক্তিত্ব কোনো পদ না নিয়ে কিভাবে কাজ করে যাবেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আর এখানেই জল্পনা তৈরি হয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই বিপ্লব মিত্রকে সংগঠনের কাজে লাগানোর জন্য বড় কোনো জায়গা দিতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুর জেলা নেতাদের উদ্দেশ্যে বিপ্লব মিত্রকে নিয়ে বার্তা দেওয়ার পরেই এইরকম গুঞ্জন তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে। যা নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন বিপ্লব মিত্র এবং তার অনুগামীরা। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী দিনে বিপ্লব মিত্রকে কোনো বড়সড় জায়গা দেয় কিনা তৃনমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!