এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু গড় থেকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জ্জী

শুভেন্দু গড় থেকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বছরের শেষ থেকে দিক থেকে তৎকালীন তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়তে থাকে তৃণমূল শিবিরের। যার ফলস্বরূপ শুভেন্দু অধিকারী তৃণমূলে ছেড়ে যোগদান করেন গেরুয়া শিবিরে। যথারীতি শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণের নিশানায় রেখেছেন। পাশাপাশি নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বেন বলে হুঁশিয়ারি দিয়ে এসেছেন। এদিকে আজ শুভেন্দু গড় মেদিনীপুরের মাটিতে দীর্ঘ 6 বছর পর জনসভা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই শুভেন্দুকে দিলেন চ্যালেঞ্জ।

তৃণমূল সাংসদ যথারীতি কাঁথির এই সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করেন। পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আবারও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সুদীপ্ত সেনের চিঠি হাতিয়ার হয়ে উঠতে দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে সুদীপ্ত সেনের চিঠির উপর ভিত্তি করে 6 কোটি টাকা নেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি, শুভেন্দুর গরু পাচার কাণ্ডে জড়িত থাকার দিকেও ইঙ্গিত করেছেন অভিষেক। বিগত বেশ কয়েকদিন যাবৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে মুখ্য জায়গা করে নিয়েছেন চরম রাজনৈতিক দ্বন্দ্বের কারণে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার শুভেন্দু অধিকারী যেরকম ‘ভাইপো’ বলে তীব্র কটাক্ষ করেছেন, ঠিক সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দু অধিকারীকে দুর্নীতির অভিযোগে বারংবার বিঁধেছেন। পাশাপাশি এই দুই নেতার মধ্যে এখন চলছে আইনি লড়াই। রাজনীতির ময়দান থেকে দুই রাজনৈতিক নেতার লড়াই পৌঁছে গেছে আদালত চত্বরে। পূর্ব মেদিনীপুরের দাইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রসঙ্গ তুলে আনেন। এই ঘটনায় গেরুয়া শিবিরকে অভিযুক্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নাম না করে তাঁর গেরুয়া শিবিরে যাওয়াকে তীব্র কটাক্ষ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মেদিনীপুরের মাটি থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে এদিন বলেন, শুভেন্দু অধিকারীকে মানুষ 50 হাজার ভোটে হারাবে। অন্যদিকে এদিন শুভেন্দুর দল ছাড়ার প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার জন্যই আসল সমস্যা তৈরি হয়েছে। আর এ প্রসঙ্গে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। অভিষেক দাবি করেছেন, উত্তরদিনাজপুর, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা জেলার মিলিয়ে ভোটে জিতলে বিজেপিতে সব বিধায়ক নিয়ে চলে যাবার পরিকল্পনা ছিল শুভেন্দু অধিকারীর। সেসব কথা জানার পরেই পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়।

অন্যদিকে আভিষেক বন্দোপাধ্যায়কে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুমকি দেয় শুভেন্দু অনুগামী আর এক বিজেপি নেতা কনিষ্ক পান্ডা। সভা না করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আজ তাকেও কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 বছর আগে সভা করতে এসে আক্রান্ত হন এই মেদিনীপুরের মাটিতেই। তাই এদিন অভিষেকের সভা ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক মহলের একাংশের মতে, যত সময় যাচ্ছে ততই একুশের বিধানসভা নির্বাচন নিয়ে তৎপরতা বাড়ছে। এই মুহূর্তে বাংলার মসনদ দখল করার লক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দল। তার মধ্যে মুখ্য ভূমিকা নিয়েছে তৃণমূল এবং বিজেপি। অন্যদিকে একুশের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে ব্যাপক দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারই মধ্যে লড়াই এখন তীব্র হয়ে উঠেছে ‘ভাইপো’ বনাম বিজেপি নেতার লড়াই অর্থাৎ অভিষেক বনাম শুভেন্দু।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!