এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের “তুই তুকারি ও বাপ্ ” কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু অধিকারী

অভিষেকের “তুই তুকারি ও বাপ্ ” কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর আজ তাঁর গড় থেকে তাকে একাধিকবার তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে যেখানেই দাঁড়াবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তাঁকে ৫০ হাজার ভোটে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, মেদিনীপুরের মাটিকে কলুষিত করে তিনি যোগদান করেছেন বিজেপিতে। আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরে ১৬/০ করার কথা জানালেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, শুভেন্দু অধিকারী বলেন তিনি অকৃতদার, আসলে তিনি হলেন অকৃতজ্ঞ।
তিনি জানালেন, অধিকারী গড় বলে কিছু নেই। তাঁকে নাকি ভয় দেখাবেন? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি জানালেন, ৪ আনা নকুলদানার ক্যাশমেমো থাকে না। এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে তিনি জানালেন “তোর বাপকে গিয়ে বল বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে আছি যা করার করে নিক ”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কটাক্ষের জবাবে শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন, ” কাঁথির জনসভা থেকে বাংলা সংস্কৃতি !! ” বস্তুত, বিজেপিকে বারবার বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন, বহিরাগতর দল বলে কটাক্ষ করে থাকে তৃণমূল। বিজেপির কাছ থেকে বেশি কিছু পাওয়ার নেই, ইত্যাদি বলে বারবার কটাক্ষ্য করা হয়েছে বিজেপিকে। কিন্তু আজ শুভেন্দু অধিকারীকে আক্রমন করতে গিয়ে যে ভাষা প্রয়োগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে ভাষা শালীনতা হীন। সে ভাষা কি কখনোই বাংলার সংস্কৃতি হতে পারে? ফেসবুকে এই পোস্ট করে এমনই প্রশ্নর জন্ম দিলেন শুভেন্দু অধিকারী।

https://www.facebook.com/SuvenduWB/posts/3770030336387366

অধিকারী পরিবারের বাড়ি ‘‌শান্তিকুঞ্জ’ ‌থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এদিন সভা করেন অভিষেক। সেই সভায় শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীকে ডাকা হয়নি। বরং হাজির ছিলেন অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিল গিরি, সৌমেন মহাপাত্র, মধুরিমা মন্ডল এবং নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি সহ অন্যরা। এই সভা থেকে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই তৃণমূলকে জেতানোর টার্গেট বেঁধে দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই ফেসবুকে অভিষেকের আক্রমণের পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী। তুইতুকাড়ি করে তাঁর বাবাকে টেনে আনায় শুভেন্দু ফেসবুকে লেখেন, এটা কি বাংলার সংস্কৃতি?‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!