এখন পড়ছেন
হোম > রাজনীতি > ”নেতা মন্ত্রীরা নিজেদের নিয়মের ঊর্ধ্বে মনে করেন” SSC নিয়ে চরম বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান !

”নেতা মন্ত্রীরা নিজেদের নিয়মের ঊর্ধ্বে মনে করেন” SSC নিয়ে চরম বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসির  দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য  আর এই পরিস্থিতিতে এসএসসি নিয়ে মারাত্বক বোমা ফাটালেন এসএসসির প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল ।  যখন এসএসসি মামলাতে সিবিআই তদন্ত চলছে সেই মুহূর্তে কার্যত তৃণমূল কংগ্রেসের অস্বস্তির মাত্রাকে বাড়িয়ে দিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন চিত্তরঞ্জন বাবু , এদিন তিনি দাবি করেন  প্যাডের পর প্যাড প্রচুর সুপারিশ, বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল । কোথাও তালিকা করে দেওয়া, চাকরি করে দেওয়া, নেতারাই সুপারিশ করত।

এদিন পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক দাবি করে তিনি জানান ” চাপ বাড়তেই থাকল। নতি স্বীকার করিনি। কিন্তু, চাপ বাড়তেই থাকল। অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন।  উনি দলের মহাসচিব।  দোর্দণ্ডপ্রতাপ।  খুব খারাপ লেগেছিল সেদিন।”  তবে তিনি আরো দাবি করেন শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, দলের অন্যান্য নেতা মন্ত্রীদের তরফেও আসত সুপারিশ।

এই প্রসঙ্গে  চিত্তরঞ্জন মন্ডল  জানান ” যিনি চেয়ারম্যান থাকেন তাঁর একটা দায়িত্ব থেকেই যায় তাই সব সময় সুপারিশ মানা হত না। আর আমি তো একা নই, একটা কমিশনও নিয়োজিত ছিল। কমিশনের সকলেই আমার সঙ্গে সহমত ছিলেন।কিন্তু মুশকিল হল নেতা মন্ত্রীরা নিজেদের নিয়মের ঊর্ধ্বে মনে করেন। কিন্তু আমি তাঁদের নাম বলতে পারব না। প্রমাণ আমার কাছে নেই। আমি মন্ত্রী, আইন আবার কী ! আমি মন্ত্রী, আমিই আইন !”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!