এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন সেই নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব

বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন সেই নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব


একদা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট লোকসভা আসনটিকে ঘিরে এখন সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই চরমে উঠতে শুরু করেছে। গত 2014 র লোকসভা নির্বাচনে এখানে তৃণমূলের তরফে প্রার্থী হন নাট্যকার অর্পিতা ঘোষ। বিপুল ভোটে জয়লাভও করেন তিনি। আর তারপর জেলার আত্রেয়ী নদী দিয়ে দিয়ে অনেক জল বয়ে যায়। দেখতে দেখতে 2019 এর লোকসভা নির্বাচন চলে এসেছে।

আর এরই মধ্যে এবার তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কে হবে তা নিয়ে। যার একদিকে রয়েছে এখানকার বর্তমান তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ আর অন্যদিকে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র।

সোশ্যাল মিডিয়ায় জেলার ভূমিপুত্রকেই এবার প্রার্থী করা হোক এই দাবি জানাচ্ছে জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র অনুগামীদের একাংশ। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকেই প্রার্থী চাই বলে সোশ্যাল মিডিয়ায় দাবি জানাতে শুরু করেছে সেই অর্পিতাদেবীর অনুগামীরাও। আর যার জেরে এই জেলায় শুরু হয়েছে তীব্র গোষ্ঠী কোন্দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেতাকর্মীদের একাংশের মতে, যে জেলায় বিজেপি সহ অন্যান্য বিরোধীদলগুলো নিজেদের দাগ কাটতে শুরু করেছে ঠিক সেখানেই বিরোধী দলের ভোট ব্যাংক কমানোর চেষ্টা অপেক্ষা নিজেদের দলে কে প্রার্থী হবে তা নিয়েই গোষ্ঠীকোন্দলে মজেছে তৃণমূল। আর যা ভয়ঙ্কর দিকেই এগোচ্ছে বলেই মত বিশেষজ্ঞ মহলের একাংশ। সমালোচক মহলের মতে, তৃণমূলের গোষ্ঠী কোন্দল যদি এইভাবেই চলতে থাকে তাহলে বিরোধী দলকে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে জিততে হলে নতুন করে কোনো প্রচার করতে হবে না।

বরঞ্চ এখানকার তৃণমূলের বিক্ষুব্ধরাই বিরোধীদের এই আসনে জয় এনে দেবে। তবে এতসব আশঙ্কাতেও বিন্দুমাত্র ভাবিতো নয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র। বরঞ্চ তাদের দুজনেই এখন আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে প্রার্থী হওয়া যায় তা নিয়ে তীব্র দড়ি টানাটানিতে ব্যস্ত রয়েছেন।

আর এরই মাঝে এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে ঠিক কে প্রার্থী হবেন সেই ব্যাপারে মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর, গতকাল কুমারগঞ্জে তৃণমূলের কর্মীসভায় উপস্থিত হয়ে গৌতম দেব বলেন, “কে প্রার্থী হবেন তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন।” আর বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে যখন অর্পিতা ঘোষ এবং বিপ্লব মিত্রর মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে ঠিক তখনই জেলা তৃণমূলের পর্যবেক্ষক গৌতম দেবের এহেন কথায় জেলা তৃণমূলের অনেক নেতার কপালেই ঘাম ফুটে উঠতে শুরু করেছে। জানা গেছে, আজ তপন একটি কর্মীসভা করে রাতে দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করবেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যের প্রায় বিভিন্ন জেলাতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। কিন্তু কোথাও তেমন ভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কে প্রার্থী হবেন তা নিয়ে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সরব হননি। যা দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

ফলে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ঠিক কে প্রার্থী হবে তা নিয়ে জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র বনাম বর্তমান সাংসদ অর্পিতা ঘোষের এই দ্বন্দ্বে রাশ টানতে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থীপদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করে সেই জেলা সভাপতি বনাম সাংসদের দ্বন্দ্ব থামানোর চেষ্টা করলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক গৌতম দেব। কিন্তু গৌতমবাবুর সেই চেষ্টা আদৌ কাজে লাগবে কি না তা নিয়ে একটা বড় মাপের প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!