অনুব্রতর হুমকি ঘিরে তীব্র প্রতিক্রিয়া রাজ্য-রাজনীতিতে বিশেষ খবর রাজ্য December 10, 2017 গতকালই সামনে আসে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও বিরোধী দলকেই মনোনয়ন জমা না দিতে দেওয়ার হুমকি দেন এবং তারজন্য প্রয়োজনে দলীয় কর্মীদের হাতে আইন তুলে নিতেও নির্দেশ দেন তিনি। নলহাটির দলীয় সভা থেকে পুলিশের সামনেই এমন প্রকাশ্য হুমকি দেওয়ার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। আগেই অনুব্রত মন্ডল দাবি করেছিলেন, যে আগামী পঞ্চায়েত নির্বাচনে বীরভূমকে তিনি বিরোধীশূন্য করে ছাড়বেন, কিন্তু অন্যদিকে তিনি আবার বিরোধীদের মনোনয়ন জমা দিতেই আগ্রহী নন। আর তাঁর এই হুমকির পর একযোগে বামফ্রন্ট-কংগ্রেস-বিজেপি নেতারা ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে। কারোর প্রশ্ন, উনি মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার কে? কারোর আবার বক্তব্য, এইভাবে প্রকাশ্যে হুমকি দিয়ে কি করে জেলের বাইরে থাকে? উনি শাসকদলের বলেই কি তা সম্ভব? পশ্চিমবঙ্গে গণতন্ত্র কিভাবে হত্যা হয়েছে এই ঘটনায় প্রমান। বিজেপি জানিয়েছে, সব কেন্দ্রেই প্রার্থী দেওয়া হবে দলের তরফে। আপনার মতামত জানান -