অধীর গড়ে উলটপুরাণ! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ বিশেষ খবর রাজ্য December 10, 2017 এ যেন উলটপুরাণ! যে মুর্শিদাবাদে কিছুদিন আগেও দাবি করা হচ্ছিল ঘাসফুলের দাপটে খুঁজে পাওয়া যাবে না অধীর রঞ্জন চৌধুরীকে, দলে দলে কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছিলেন। একের পর এক পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ সব হাত ছাড়া হচ্ছিল কংগ্রেসের সেখানেই এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান ঘটে গেল। বলা ভালো, তাঁদের ঘর-ওয়াপসি হল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিল রানিনগর ১ ও রানিনগর ২ নম্বর ব্লকের ৭০ জন নেতা ও কর্মী, বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির হাত থেকে দলীয় পতাকা নিয়ে তাঁরা কংগ্রেসে ফেরেন। একদা মুর্শিদাবাদ অধীর চৌধুরীর দুর্গ নামেই পরিচিত ছিল, কিন্তু সেখানে ক্রমশ ফুটতে থাকে ঘাসফুল, দলত্যাগের ধাক্কায় নিজের গড়েই কার্যত কোনঠাসা হয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু মান্নান হোসেনের মৃত্যুর পরই জেলায় বদলাতে শুরু করেছে চিত্রটা বলে জানা যাচ্ছে। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, কংগ্রেস থেকে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁদের অনেকেই ফের অধীর চৌধুরির উপর আস্থা রেখে ঘরের ছেলে ঘরে ফিরতে শুরু করেছেন। তাৎপর্যের বিষয় যেসব নেতারা আজ কংগ্রেসে যোগ দিলেন তাঁরা সকলেই রানিনগর ১ ও রানিনগর ২ নম্বর ব্লকের ‘প্রথম সারির ব্লক নেতা’ হিসাবেই পরিচিত। এই প্রসঙ্গে অধীরবাবু জানান, রানিনগরে আমরা ফের শক্তিসঞ্চয় করতে শুরু করেছি। যদিও পুলিশের মদতে ওই দুই ব্লকে তৃণমূল কংগ্রেস আমাদের উপর বারবার আক্রমণ করেছে। কংগ্রেস দল যোগদানকারীদের সাদরে গ্রহণ করছে, বর্তমান পরিস্থিতিতে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই আমি মনে করছি। আপনার মতামত জানান -