এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়, ক্ষোভ উগরে দিলেন স্বয়ং শাসকদলের দাপুটে বিধায়ক

পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়, ক্ষোভ উগরে দিলেন স্বয়ং শাসকদলের দাপুটে বিধায়ক

ছন্দটা কি কোথাও ধীরে ধীরে কেটে যাচ্ছে? শাসকদলের দাপুটে বিধায়ক তথা দিনহাটার পুর চেয়ারম্যান উদয়ন গুহ এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে যে ভাষায় পুলিশকে আক্রমন করলেন, তারপর প্রশ্নটা উঠেই যাচ্ছে। এক সময়ের বামফ্রন্টের অন্যতম প্রধান মুখ, নিয়মিত টিভি শোতে তৃণমূল নেত্রীকে যুক্তি সহকারে আক্রমন করেছেন সুবক্তা হিসাবে পরিচিত উদয়ন বাবু। আর তারপর ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিয়েছেন শাসকদলে, সেখানেও বিতর্ক কম তাড়া করেনি তাঁকে। দিনহাটা উত্তরবঙ্গ মানেই ফরওয়ার্ড ব্লক আর ফরওয়ার্ড ব্লক মানেই কমল গুহ (উদয়ন বাবুর বাবা), আর তাই বিধানসভা ভোটের প্রচারে তিনি দিনহাটা মুড়ে দিয়েছিলেন কমল গুহর ছবিতে। কিন্তু শাসকদলের অলিখিত নিয়ম, দলনেত্রী ছাড়া আর কারোর ছবি ব্যবহার করা যাবে না। আর তা নিয়ে তখন তুমুল বিতর্ক-অস্বস্তি শুরু হয়েছিল শাসকদলে।
সেই উদয়ন গুহ আজ ভোটে জিতে দিনহাটার তৃণমূল বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান। স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের দিনহাটায় একের পর এক বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। বন্ধ দোকানের দরজা কিংবা শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে একাধিক, এলাকায় দু মাসে কমপক্ষে ১০ টি দোকানের চুরির ঘটনা ঘটেছে, বাদ যাচ্ছে না সাধারণের বাড়ি-ঘরও। প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা, পুলিশকে একাধিকবার জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। আর এই ঘটনার প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে উদয়ন বাবুর নেতৃত্ত্বে দিনহাটার আইসিকে ডেপুটেশন দেওয়া হয়। আর থানা থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন উদয়ন গুহ। তিনি জানান, পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়, এর প্রতিকার না হলে ভবিষ্যতে থানা ঘেরাও করব। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, কেননা যে পুলিশের বিরুদ্ধে ‘তোলাবাজির’ মত ভয়ঙ্কর অভিযোগ এনেছেন সেই মন্ত্রকের দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই শাসকদলের বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি এইভাবে প্রকাশ্যে এই নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক জল্পনা, তাহলে কোথাও কি দলের সাথে দুরাততো তৈরি হয়েছে? যে অভিযোগ তিনি সরাসরি ঘরোয়া ভাবে তৃণমূল নেত্রীর কাছে পৌঁছে দিয়ে সুরাহা চাইতে পারতেন, তা এইভাবে প্রকাশ্যে নিয়ে এলেন কেন? পুলিশের তোলাবাজি নিয়ে প্রশ্ন তুলেki তিনি আসলে দল তথা দলনেত্রীকেই বার্তা দিলেন? উঠছে এমনই হাজারো প্রশ্ন, যার উত্তর আপাতত জানা নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!