এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল সন্ত্রাস করলে আমরাও পাল্টা সন্ত্রাস করব, দাবি বিজেপি নেতার

তৃণমূল সন্ত্রাস করলে আমরাও পাল্টা সন্ত্রাস করব, দাবি বিজেপি নেতার


বিজেপির রাজ্য নেতৃত্ত্বের শীর্ষনেতারা চোষে ফেলছেন রাজ্যের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত। বাংলায় শাসকদলের বিরোধিতার জায়গায় প্রধান স্থান দখল করাটাই এখন পাখির চোখ রাজ্য বিজেপির। আর এই কাজে এখন সব থেকে বেশি নম্বর পাবেন অভিনেতা থেকে নেতা হওয়া জয় বন্দ্যোপাধ্যায়। বাংলার বিভিন্ন প্রান্তে তাঁর মত সভা ইদানিং কালে করেননি বোধহয় কোনো রাজ্য নেতাই। কিন্তু বিতর্কিত মন্তব্য করাতেও তিনি পিছনে ফেলে দিচ্ছেন বাকি রাজ্য নেতাদের। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের এলাকা পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের সমুদ্রগড়ের এক জনসভা থেকে নিজের বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য ছুঁড়ে দিলেন তিনি। জয় ব্যানার্জী জানান,

১. সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে স্বপনবাবু (মন্ত্রী স্বপন দেবনাথ) আপনাদের স্টাইলটা একটু বদলাতে বলছি, না হলে আমরাও কিন্তু আমাদের স্টাইলটা পরিবর্তন করতে বাধ্য হব
২. আপনাদের স্টাইল মানেই তো সন্ত্রাস, আমাদের স্টাইল হল মানুষের সঙ্গে ভদ্রতা করা তাঁদের পাশে থাকা
৩. ভগবান যখন মানুষ বানায় তখন শক্তি, বুদ্ধি ও সাহস সবাইকেই দেয়
৪. মনে করবেন না যে সেগুলি শুধু আপনাদেরই দিয়েছে আর আমাদের গোবর পুড়ে দিয়েছে
৫. আপনারা সেগুলিকে বাজে কাজে লাগান আর আমরা সেটাকে ভালো কাজে লাগাই, এটাই শুধু পার্থক্য
৬. আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হতে দিন, মানুষকে নিজের ভোট নিজেকে দিতে দিন
৭. তারপর দেখুন আপনাদের মানুষ কতটা ভালোবাসে আর আমাদের কতটা ভালোবাসে, তাতেই জলের মতোই প্রমাণ হয়ে যাবে
৮. আর তা না করে যদি আপনারা সন্ত্রাস করেন, তাহলে আমরাও পালটা সন্ত্রাসের জন্য তৈরি আছি
৯. আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব, পুরসভায় আমরা জল মেপে নিয়েছি
১০. স্বপনবাবু আপনারা জলে দুধ মেশাচ্ছেন, আপনাদের যে ভোট পড়়ে তার ৮০ শতাংশ সন্ত্রাসের ও ২০ শতাংশ মানুষের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!