নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে বিতর্ক বাড়ালেন প্রাক্তন বিজেপি সভাপতি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য August 4, 2018 গতকাল বীরভূমে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নির্মল চন্দ্র মন্ডল নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তোমার ভাইপো যদি খুন হয়ে যায় তখন কি হবে দিদি” যা নিয়ে জোর শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। জেলার পুলিশ সুপারের দপ্তরের সামনে এদিন অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি। প্রসঙ্গত, ২৯ জুলাই খয়রাশোলের হজরতপুরে বিজেপির কিষাণ মোর্চার সভা চলাকালীন তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষের নেতৃত্বে বিজেপি বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছিল।বিজেপির তরফ থেকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরও করা হয়। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না এই অভিযোগ তুলে এদিন তাদের গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারকুণাল আগরওয়ালের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই বেফাঁস মন্তব্য করেন প্রাক্তন জেলা সভাপতি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে ” “তোমার ভাইপো যদি খুন হয়ে যায় তখন কি হবে দিদি” পাশাপাশি তিনি আরো বলেন যে, “কেরালায় সিপিআইএম একটা খুন করলে আমরা দুটো করি সেই রকম মারামারি আমরা এখানে শুরু করব। ” এখানেই থেমে থাকেননি তিনি আরো জানিয়ে দেন যে আরএসএসকে যমের মত নাকি ভয় করে সিপিআইএম এবং সিপিআইএম এর পুরো নাম দেন criminal party of ইন্ডিয়া। তিনি দাবি করেন বিজেপির সাথে সিপিআইএমের কেরালায় একটা লড়াই চলছে সেই লড়াই অনুযায়ী ওরা যদি একটা খুন করে তাহলে বিজেপি দুটো খুন করে আর সেই রকম মারামারি এখানেও শুরু করা হবে। এর ফলে শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে সরাসরিভাবে এক নেতাকে কিভাবে এমন হুমকি পারেন আর এক নেতা ? যদিও তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -