এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এসএসকে-এমএসকে শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের? আদৌ লাভ হবে কি? ধন্দে শিক্ষকরাই!

এসএসকে-এমএসকে শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের? আদৌ লাভ হবে কি? ধন্দে শিক্ষকরাই!

 

এবার রাজ্যের এসএসকে, এমএসকে শিক্ষকদের মর্যাদা দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। যেখানে জানানো হয়েছে যে, এবার এসএসকে, এমএসকে শিক্ষকদের পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেওয়া হবে। বস্তুত, দীর্ঘদিন ধরেই পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেওয়া নিয়ে আন্দোলন করছিলেন তারা। আর এবার রাজ্যের শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তাদের সেই দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছে একাংশ।

তবে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করলেও, এই পদমর্যাদা পেতে হলে কিছু কাজ করা আবশ্যক সেই এসএসকে এমএসকে শিক্ষকদের। জানা গেছে, এই পদমর্যাদা পাওয়ার জন্য তাদেরকে একটি অপশন ফর্ম পূরণ করতে হবে। মূলত, যাদের 60 বছরের মধ্যে বয়স, তারাই এই ফর্ম পূরণ করে জমা দেবেন।

যে ফর্ম আগামী বছরের পয়লা ফেব্রুয়ারির মধ্যে জমা করতে বলা হয়েছে। আর যারা এই ফর্ম জমা দেবেন, তারাই একমাত্র সেই পার্শ্ব শিক্ষকদের মর্যাদা পাবেন। তবে এই গোটা প্রক্রিয়াটি আগামী 2020 সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে খবর। তবে শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিতে কিছুটা হলেও ধোঁয়াশা অব্যাহত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা পার্শ্ব শিক্ষকেরা ঠিক কি কি সুযোগ সুবিধা পান, তা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। ফলে সেদিক থেকে এসএসকে-এমএসকে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, তাদেরকে পার্শ্ব শিক্ষকদের মর্যাদা দেওয়া হলেও, তারা সকল সুযোগ-সুবিধা পাবেন কিনা! তা নিয়ে ধন্দ রয়েছে অনেকের মনেই।

যদিও বা এই প্রসঙ্গে তৃণমূলপন্থী এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন মন্ডল বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এতে আমরা খুশি। কিন্তু পার্শ্বশিক্ষকদের সমান কি কি সুবিধা পাব, তা দপ্তরের থেকে না জানা পর্যন্ত আমরা সবাইকে ধৈর্য ধরতে বলেছি। পুরো বিষয়টি বুঝে নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।” এদিকে এই ব্যাপারে সরকারের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন পার্শ্বশিক্ষকরা।

এদিন তারা বলেন, “এমনিতেই আমাদের সমস্যা নিয়ে সরকার জেরবার। তার ওপরে এই এসএসকে এমএসকেদের পার্শ্ব শিক্ষকদের মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা করা হল। এতে কি আদৌ লাভ হবে!” সত্যিই তো তাই! যেখানে পার্শ্বশিক্ষকদের সমস্যা নিয়ে জর্জরিত রাজ্য সরকার, সেখানে এসএসকে এমএসকে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের পদমর্যাদা দেওয়ার ঘোষণা রাজ্যকে কি বিড়ম্বনায় ফেলবে না!

তাহলে কি শুধুমাত্র বিক্ষোভ থেকে বাঁচতেই রাজ্য তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিল! কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যদি এসএসকে-এমএসকে শিক্ষকরা তাদের প্রাপ্য মর্যাদা না পান, তাহলে তো জটিলতা আরও বৃদ্ধি পাবে! তখন কি তা সামাল দিতে সক্ষম হবে রাজ্য সরকার! দিনের শেষে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!