এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সোমেন মিত্রর বিতর্কিত সিংহাসনে উত্তরসূরির নাম ঘোষিত না হওয়ায় থমকে কাজ, কংগ্রেসের অন্দরে বাড়ছে চাপ!

সোমেন মিত্রর বিতর্কিত সিংহাসনে উত্তরসূরির নাম ঘোষিত না হওয়ায় থমকে কাজ, কংগ্রেসের অন্দরে বাড়ছে চাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল প্রয়াত হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। কংগ্রেসের মত দলে দ্রুত সোমেনবাবুর ছেড়ে যাওয়া জায়গা পূরণ করা হবে বলেই আশা করা হয়েছিল। পরবর্তী প্রদেশ কংগ্রেসের সভাপতি কে হন, তার দিকে তাকিয়েছিলেন কংগ্রেসের সমস্ত স্তরের নেতাকর্মীরা। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

তার আগে দলকে শক্ত হাতে ধরে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সঠিক পরিকল্পনা করা নেতাই দায়িত্ব পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে মনে করেছিল একাংশ। তবে এখনও পর্যন্ত সোমেন মিত্রের ছেড়ে যাওয়া জায়গা পূরণ করতে পারল না কংগ্রেস। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নতুন কেউ না বসায় কোনো রাজনৈতিক কর্মসূচি করাও সম্ভব হচ্ছে না হাত শিবিরের পক্ষে। যার ফলে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে বাংলায় বিরোধী দল হিসেবে বিজেপির প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বাম এবং কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে এই দুই দল জোট করে লড়াই করতে পারে বলে জানা গেছে। তবে প্রদেশ কংগ্রেসের কোনো নেতা না থাকেন, তাহলে কে সেই আলোচনা করবেন এবং কিভাবে এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে, তা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছেই। তাই দ্রুত যাতে প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জায়গা পূরণ করা হয়, তার জন্য দাবি জানাতে শুরু করেছেন কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বরা।

তাদের বক্তব্য, জোট প্রক্রিয়া নিয়ে না হয় পরবর্তীতে আলোচনা করা যেতে পারে। কিন্তু বর্তমানে একাধিক পরিস্থিতিতে কংগ্রেসের কাছে বিরোধী দল হিসেবে অনেক ইস্যু রয়েছে। কিন্তু সেই ইস্যু নিয়ে আন্দোলন করা সম্ভব হচ্ছে না। কারণ প্রদেশ সভাপতি হিসেবে এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তাই সঠিক নেতা না থাকলে যে কোনোরূপ কর্মকাণ্ড চালানো যাচ্ছে না, তার ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন হাত শিবিরের নেতৃত্বরা।

ফলে অবিলম্বে যাতে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ পূরণ করা যায়, এখন তার ব্যাপার এই দাবি জানাতে শুরু করেছেন সকলে। কিন্তু কে প্রদেশ কংগ্রেসের সভাপতি হবেন, তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। এখন কবে কংগ্রেস তাদের প্রদেশ সভাপতির পদ পূরণ করে এবং কে দায়িত্ব পান প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!