এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্ত্রীসভা সম্প্রসারণের আগেই বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বাড়ছে আলোচনা

মন্ত্রীসভা সম্প্রসারণের আগেই বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বাড়ছে আলোচনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ মন্ত্রীসভায় রদবদল নিয়ে এবং সম্প্রসারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে। কারা কারা এই মন্ত্রিসভায় জায়গা পাবেন এবং কারা কারা তাঁদের পদ হারাবেন, তাই নিয়ে চলছে ব্যাপক হিসাব-নিকাশ। কিন্তু এত কিছুর মধ্যে এবার প্রধানমন্ত্রী মোদী নিলেন বড় সিদ্ধান্ত। মন্ত্রীসভা সম্প্রসারণের আগেই নতুন মন্ত্রকের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

জানা গিয়েছে নতুন এই মন্ত্রকের নাম সমবায় বা কো-অপারেটিভ মন্ত্রক। কার্যত জানা যাচ্ছে, সমবায় আন্দোলনকে আরও কার্যকর করতে এই নতুন মন্ত্রকের অবতারণা। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দিয়ে এই নতুন মন্ত্রক গঠন করার কথা জানানো হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। একই সাথে দেশের সমবায় সংস্থাগুলিকে সমৃদ্ধ করে তোলাই যে প্রধান লক্ষ্য, সে কথায় জোর দিয়ে বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই লক্ষ্য সম্পূর্ণ করতে এই মন্ত্রক যে ব্যাপকভাবে সহায়ক হয়ে উঠবে তা নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় বিবৃতিতে।। পাশাপাশি কেন্দ্রীয় তরফ থেকে জানানো হয়েছে, সমবায় আন্দোলনকে আরো মজবুত করতে নতুন এই মন্ত্রক তৈরি করে আলাদা প্রশাসনিক আইন এবং নীতি সংক্রান্ত কাঠামোর ব্যবস্থা করা হলো। একইসাথে কেন্দ্রীয় সরকারের দাবি, সমবায়ী প্রকল্প যাতে আরো ব্যাপকভাবে এবং সহজে ব্যবসা করতে পারে সেদিকে যেমন নজর রাখবে এই নতুন মন্ত্রক, তেমনি দেশের একাধিক রাজ্যের সমবায়গুলির উন্নতিকল্পে এই নতুন মন্ত্রক সাহায্য করার কথা বলা হচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন মন্ত্রকের বাজেট নিয়ে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের সঙ্গে তাল মিলিয়ে এই নতুন মন্ত্রক ঘোষণা করা হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় তরফ থেকে। অন্যদিকে নতুন এই মন্ত্রক তৈরি হওয়ার সাথে সাথে খুব স্বাভাবিকভাবে নতুন মন্ত্রকে কারা স্থান পাবেন তা নিয়েও পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি মন্ত্রীসভা সম্প্রসারণের ক্ষেত্রে এই নতুন মন্ত্রক তৈরী করা যে অন্যতম উদ্দেশ্য তা বুঝতে কারোর অসুবিধা নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!