এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্নীতি নিয়ে এবার পাল্টা অভিযোগ গেরুয়া নেতার বিরুদ্ধে, জল্পনা তুঙ্গে

দুর্নীতি নিয়ে এবার পাল্টা অভিযোগ গেরুয়া নেতার বিরুদ্ধে, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্নীতি নিয়ে বরাবরই রাজ্যের গেরুয়া শিবির কড়া আক্রমণ চালিয়ে গেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে। সে রেশনিং দুর্নীতি হোক কিংবা আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি, একই সাথে বিভিন্ন সময়ে কাটমানি নিয়ে তৃণমূল শিবিরকে মুখোমুখি হতে হয়েছে বিরোধীদের কড়া আক্রমণের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে ঘোষণা করেছিলেন শুদ্ধিকরণের। কিন্তু এবার উলটপুরাণ। যারা দুর্নীতি নিয়ে এত আওয়াজ তুলেছিল, এবার সেই গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুরে। তবে অভিযুক্ত নেতা স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন।

সূত্রের খবর,  গেরুয়া শিবিরের ওই পঞ্চায়েত সদস্যের নাম লালু ওঁরাও। তিনি মালদা হরিশচন্দ্রপুরের 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গড়গড়ি এলাকার এক বাসিন্দা উর্মিলা ওঁরাও কে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে ভুল বুঝিয়ে প্রায় কুড়ি হাজার টাকা কাটমানি নিয়েছেন তিনি। পাশাপাশি উর্মিলা এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লেখা হয়েছে, উর্মিলা দাবি করেছেন কুড়ি হাজার টাকা না দিলে তাঁকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে না বলেও ভয় দেখানো হয়েছিল। অন্যদিকে উর্মিলা জানিয়েছেন, তিনি এই মুহূর্তে শুধুমাত্র তাঁর কুড়ি হাজার টাকা ফেরত চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পাল্টা কটাক্ষে ফেটে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস জানিয়েছেন, গেরুয়া শিবিরের কাট্মানি নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য লালু ওঁরাও দাবি করেছেন, তাঁঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল। অন্যদকে এ প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া জানিয়েছেন, যদি অভিযোগ সত্য প্রমাণ হয় তাহলে লালু ওঁরাওয়ের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনিও জানিয়েছেন এতদিন পর্যন্ত তৃণমুলকেই শোনা গেছে কাটমানি নিতে।

সুতরাং একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে মানুষের সামনে কাটমানি নিয়ে মিথ্যা অভিযোগ আসতেই পারে। অন্যদিকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই এবার ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, ক্ষমতায় না আসতেই যদি গেরুয়া শিবিরের অন্দরে এভাবে দুর্নীতির চাষ শুরু হয়, তাহলে কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের স্বপ্ন গেরুয়া শিবিরকে গোড়াতেই ছেড়ে দিতে হবে। তবে জানা যাচ্ছে, কাটমানি নিয়ে যে অভিযোগ জমা পড়েছে তা তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে অবশ্য গেরুয়া শিবিরের উচ্চ পর্যায়ে এই নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!