এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের আমলে বাংলা ছেড়েছেন কতজন বিত্তবান,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রোগীরা? প্রশ্ন বিজেপি বিধায়কের

তৃণমূলের আমলে বাংলা ছেড়েছেন কতজন বিত্তবান,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রোগীরা? প্রশ্ন বিজেপি বিধায়কের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশ ছেড়ে কাতারে কাতারে বিদেশে চলে যাচ্ছেন শিল্পপতি ও উদ্যোগপতিরা, এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সম্প্রতি অমিত মিত্র অভিযোগ করেছিলেন যে, ২০১৪ সাল থেকে ২০২০ কুড়ি সালের মধ্যে বড় আর্থিক ক্ষমতা সম্পন্ন ৩৫ হাজার ভারতীয় শিল্পোদ্যোগী দেশ ছেড়ে চলে গেছেন। দেশছাড়ার নিরিখে এক নম্বরে উঠে এসেছে ভারত।

এজন্য জবার চেয়ে ছিলেন তিনি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। কেন এতো সংখ্যায় শিল্পপতি ও উদ্যোগপতি দেশ ছেড়ে চলে গেছেন? এজন্য তিনি শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন, আশঙ্কা থেকেই দেশ ছাড়ছেন শিল্পপতিরা। এবার অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাল্টা প্রশ্ন করলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তৃণমূলের আমলে কতজন বিত্তবান,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন? পরিসংখ্যান চাইলেন তিনি।

বালুরঘাট কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে উদ্দেশ্য করে আজ একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন যে, দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে তিনি উদ্বিগ্ন হবেন। কিন্তু তিনি আরও বেশি উদ্বিগ্ন হচ্ছেন, কারণ শুধু বিত্তবানরাই নয়, ছাত্র, পরিযায়ী শ্রমিক, রোগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন। কত সংখ্যক মানুষ এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন? সেই সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, গত ১০ বছরে বাংলা থেকে কত জন বিত্তশালী, ছাত্র, পরিযায়ী শ্রমিক ও রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন? তার সংখ্যা সামনে আনুন রাজ্যের অর্থমন্ত্রী। এভাবে রাজ্যের অর্থমন্ত্রীর প্রতি পাল্টা প্রশ্ন রেখে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

এদিকে আবার কিছুদিন আগে অশোক লাহিড়ীর তৃণমূলে যোগদান করার জল্পনা ছড়িয়ে পড়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে। তাঁকে অর্থমন্ত্রী করা হতে পারে, এমন একটি জল্পনাও ছড়িয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনোভাবেই বিজেপি ত্যাগ করছেন না। তবে রাজ্য সরকার যদি চায়, তিনি আর্থিক বিষয়ে পরামর্শ দিতে ইচ্ছুক আছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে শ্বেতপত্র প্রকাশ করার দাবি করে যেভাবে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবীদ অশোক লাহিড়ী রাজ্যের অবস্থার কথা তুলে ধরে তৃণমূলের অস্বস্তিও সমভাবে বাড়িয়ে দিলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!