এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > গোষ্ঠী কোন্দল মেটাতে এবার কড়া দাওয়াই অনুব্রতর! জেনে নিন!

গোষ্ঠী কোন্দল মেটাতে এবার কড়া দাওয়াই অনুব্রতর! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিরোধীদের কুপোকাত করতে তিনি সিদ্ধহস্ত। বিভিন্ন নির্বাচনে তার গর্জন তর্জন নানা মহলে শোরগোলে সৃষ্টি করে। তবে তারই জেলা বীরভূমের মঙ্গলকোটে বিভিন্ন সময়ে তৃণমূল বিধায়ক, ব্লক সভাপতির দ্বন্দ্ব শাসক দলকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু এবার সেই দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এদিন মঙ্গলকোটের 18 টি অঞ্চলের 286 বুথের নেতাকর্মীদের নিয়ে বটতলায় একটি সম্মেলন অনুষ্ঠিত করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃনমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ, তৃণমূল সাংসদ অসিত মাল, ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী সহ অন্যান্যরা। আর সেখানেই প্রবলভাবে গোষ্ঠী সংঘর্ষ চলছে বলে বেশ কিছু কর্মী অনুব্রতবাবুর কাছে অভিযোগ করেন। আর এতেই অচিরেই যাতে তা বন্ধ হয়, তার জন্য ব্লক সভাপতিকে নির্দেশ দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

তিনি বলেন, “বিজেপিকে কোনমতেই এক ইঞ্চি জায়গা হবে না। সকলকে একসাথে কাজ করতে হবে।” এদিকে কোনরকম দুর্নীতি যাতে না হয়, তার জন্যও এদিনের সভা থেকে সকলকে সতর্ক করে দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারও কাছে টাকা নেবেন না। খুব দরকার হলে আমার কাছে আসবেন। আমি সাধ্যমত সাহায্য করব। টাকা আদায় করলে কেউ ভোট দেবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অনুব্রতবাবু এদিনের মন্তব্য থেকে কার্যত পরিষ্কার যে, দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করতে তিনি আর বিন্দুমাত্র সময় নষ্ট করবেন না। আর তাই এদিনের সভা থেকে ব্লক সভাপতিকে অচিরেই দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করবার জন্য কড়া বার্তা দিয়ে অনুব্রতবাবু বুঝিয়ে দিলেন, এখন আর সময় নেই, নিজেদের মধ্যে গন্ডগোল করে সময় নষ্ট করার। কিন্তু কেন তাদের মধ্যে এত গন্ডগোল? যার জন্য অনুব্রত মণ্ডলকে হস্তক্ষেপ করতে হল?

এদিন এই প্রসঙ্গে মঙ্গলকোটের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই‌। আমি একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু উল্টো দিক থেকেও হাত বাড়ানো উচিত।” এদিকে অনুব্রত মণ্ডল দলের গোষ্ঠী কোন্দল এবং দুর্নীতি বন্ধ করার জন্য কড়া বার্তা দিলেও, তাকে পাল্টা কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, এদিন তৃণমূলের এই সভা থেকে বেশকিছু বিজেপির নেতা কর্মীকে ঘাসফুল শিবিরে যোগদান করানো হয়।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির তরফে কৃষ্ণ ঘোষ বলেন, “নিজেদের লোককে বিজেপি বলে তৃণমূল নিজেদের দলে যোগদান করাচ্ছে। মঙ্গলকোটের মানুষ ভোটের মাধ্যমে ওদের উচিত শিক্ষা দেবে।” সব মিলিয়ে এখন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করে সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!