এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিসির মতো ভাইপোও হারবে? যুবরাজের ভবিষ্যৎ নিজের হাতেই তুলে নিলেন শুভেন্দু !

পিসির মতো ভাইপোও হারবে? যুবরাজের ভবিষ্যৎ নিজের হাতেই তুলে নিলেন শুভেন্দু !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে দলের সর্বময় নেত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান, সেই দলের পাতি নেতা যিনি পিসির আলোকে আলোকিত, তিনি নাকি অধিকারী সাম্রাজ্যের পতন ঘটাবেন! এতদিন অনেক বড় বড় কথা বলেছিলেন বাংলার যুবরাজ। বিরোধী আমলে যাকে রাজনীতি করতে দেখা যায়নি, যিনি ক্ষমতায় আসার পর পুলিশ নিয়ে রাস্তায় বের হন, তার মুখ থেকে কি করে এত বড় বড় কথা বের হয়, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে শুভেন্দু অধিকারী তো হালকা কথা বলার লোক নন। তিনি যা বলেন, তা করে দেখান। 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল দলের সবথেকে বড় মাথা যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতা। আর এবার লোকসভা নির্বাচনে তার টার্গেট ভাইপোকে হারানো। ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ কি করে প্রশ্নের মুখে ফেলে দিতে হয়, এবার সেই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে অকপট সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, এদিন বিজেপি মহিলা মোর্চার একটি কর্মসূচি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই ভাইপোকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “আমি বলে রাখলাম, ভাইপোকে হারাব। আমি বলেছি, পিসিকে হারাবো, পিসি হেরেছে‌। এবার আমি ভাইপোকে হারাব। আর সেদিন সন্ধ্যেবেলা টিভির টকশোতে অনেককে কাঁদতে হবে।” অনেকে বলছেন, ভাইপোকে হারানো শুভেন্দু অধিকারীর কাছে কোনো ব্যাপার নয়। আসলে তার মত বড় মাপের নেতা ভাইপোর সঙ্গে কম্পিটিশন করবে, এটা ভাবলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে খটকা লাগে। কারণ শুভেন্দু অধিকারী এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিরোধী আমলে লড়াই করেছেন, এমনকি এখনও এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রবল লড়াই দিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। ফলে তারপরে তার মত নেতার পক্ষে ভাইপোকে হারানো যে খুব একটা কঠিন নয়, এটা সকলেই জানেন। তবে পাতি নেতাদের দাপাদাপি অনেক বেশি হয়। তাই সেই দাপাদাপি বন্ধ করতে রাজনৈতিকভাবে কি করে কোণঠাসা করতে হয়, সেই কারণেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দুবাবু বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, শুভেন্দুবাবুর এবং বিজেপির লড়াই পিসি ভাইপোর সাম্রাজ্যের বিরুদ্ধে। যেভাবে রাজ্যকে ধ্বংস করছেন তৃণমূলের এই দুই নেতা নেত্রী, তাতে রাজ্যের মানুষকে জেগে উঠতেই হবে। তাই আগামী লোকসভা ভোটেই তৃণমূলকে উচিত শিক্ষা দেবে সাধারণ মানুষ। গেরুয়া ঝড়ে রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি। পিসি একবার হেরেছেন, এবার ভাইপোর হারের পালা। তাই দুর্দিনের জন্য অপেক্ষা করুন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত, বিভিন্ন ভোটে তৃণমূল তাদের শক্তি দেখিয়ে দিয়েছে। কিন্তু তারা যদি ভাবে, লোকসভা ভোটেও তারা গণতন্ত্রকে হত্যা করবে, পুলিশ দিয়ে ভোট করাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ লোকসভা ভোটে গণতন্ত্র অবাধ এবং শান্তিপূর্ণভাবেই এই রাজ্যের মাটিতে মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেখানে আধা সামরিক বাহিনীর নিরাপত্তায় হবে নির্বাচন। আর সুষ্ঠ গণতন্ত্র রাজ্যের মানুষ প্রয়োগ করতে পারলে ভাইপোর পরাজয় নিশ্চিত, এটা খুব ভালো করেই জানেন সকলে। তাই মানুষের রায়ের ওপর ভরসা রেখেই পিসি- ভাইপো সাম্রাজ্যের পতনের দিন দেখতে পাচ্ছে গণতন্ত্রপ্রেমী জনসাধারণ। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!