এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই নোটিশ পাওয়ার পরেই কড়া হুঁশিয়ারি অভিষেকের, জেনে নিন, কি বললেন তিনি!

সিবিআই নোটিশ পাওয়ার পরেই কড়া হুঁশিয়ারি অভিষেকের, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সিবিআই সহ নানা তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখাতে শুরু করেছে। এমনকি বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নানা হেভিওয়েট বিজেপি নেতাদের পক্ষ থেকে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি মূলক মন্তব্য আলোড়ন ফেলে দেয় রাজ্য রাজনীতিতে।

আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই কয়লা পাচার কান্ডে তদন্তাধীন একটি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ছর সহধর্মীনি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাপ বেড়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কপালে। যে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়, সেখানেই এভাবে সিবিআই নোটিশ যাওয়ায় রীতিমত আলোড়ন তৈরি হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।আর এবার এই গোটা ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়। যেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সহ আরও অন্যান্য তথ্য খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাপ বাড়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের। আর এই পরিস্থিতিতে এদিন বিকেলে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে একটি টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি লেখেন, “এভাবে ভয় দেখানো যাবে না। আজ দুপুর দুটায় সিবিআই আমার স্ত্রীর নামে একটি নোটিশ দিয়েছে। কেউ যদি ভেবে থাকে, এসব করে আমাদের ভয় দেখানো যাবে, তাহলে সেটা তাদের ভুল ধারণা।” অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, চক্রান্ত করে এখন এসব করা হচ্ছে। আর তার মূল অভিযোগ যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দিকেই ছিল, তা কার্যত স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড তিনি। বর্তমানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, তাদের মূল টার্গেট সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে “পিসি- ভাইপোর” সরকার চলছে বলে দুর্নীতিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। পাল্টা বিভিন্ন সভা থেকে যদি তার বিরুদ্ধে কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে কয়লা পাচারকারীদের একটি মামলায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরই রীতিমত শোরগোল তৈরি হয়। তবে এই নোটিশ পাওয়ার পর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন, তা টুইট করে গেরুয়া শিবিরকে আক্রমণের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মুখে বা টুইটারে তিনি যে কথাই বলুন না কেন, বাস্তবে এই নোটিশের পরিপ্রেক্ষিতে অভিষেকবাবু স্ত্রীর পক্ষ অবলম্বন করে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!