এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের বাড়িতে সিবিআই নোটিশ যাওয়ার পরেই হুংকার শুভেন্দুর! তীব্র শোরগোল!

অভিষেকের বাড়িতে সিবিআই নোটিশ যাওয়ার পরেই হুংকার শুভেন্দুর! তীব্র শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যেখানে প্রতিটি সভা থেকে “তোলাবাজ ভাইপো” বলে অভিষেকবাবুর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যাকে কেন্দ্র করে দুই দলের দুই প্রতিপক্ষ নেতার মধ্যে আইনি নোটিশ দেওয়া রীতিমত প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছিল।

আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়। যাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে এতদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির ব্যাপারে সরব হতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়ায় এবার কার্যত হাতে নতুন অস্ত্র পেলেন বিজেপি নেতা শুভেন্দুবাবু। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এখন রীতিমত নিজের আক্রমণ আরও বাড়াতে শুরু করেছেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমি অনেক আগেই বলেছিলাম লালার টাকা তোলাবাজ ভাইপোর কাছে যায়। থাইল্যান্ডের ব্যাংককের একটি ব্যাংকে জমা হয়। ম্যাডাম নারলার অ্যাকাউন্টে জমা হয় একথা তমলুকের সভাতেই বলেছিলাম। আসানসোলের ছোট-বড় সবাই জানে লালা ওরফে অনুপ মাঝির অবৈধ কয়লার টাকা ভাইপোর বাড়িতেই যায়। এবার তদন্ত শুরু হলে সব সত্যি বেরিয়ে আসবে।” অর্থাৎ নিজের অতীতের কথা টেনে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিতে চাইলেন, তিনি খুব একটা মিথ্যে কথা বলেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এর আগে কয়লা পাচারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পরিপ্রেক্ষিতে পাল্টা তাকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীর কাছে সিবিআই নোটিশ যাওয়ার পরেই রীতিমত তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের আগে নতুন অস্ত্র পেয়ে গেলেন শুভেন্দু অধিকারী। যে অস্ত্রের মধ্যে দিয়ে এখন বন্দ্যোপাধ্যায় পরিবারকে কার্যত অলআউট আক্রমণে নেমে পড়লেন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে পাঠানো সিবিআইয়ের এই নোটিশটি তৃনমূলের কাছে যথেষ্ট অস্বস্তিদায়ক। কেননা তৃণমূল কংগ্রেসের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায়শই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে দেখা যায় বিরোধীদের। আর এবার যেভাবে সিবিআইয়ের পক্ষ থেকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীর কাছে নোটিশ চলে গেল, তাতে বিরোধীরা যে আরও বেশি করে তৃণমূলকে চেপে ধরবে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল সকলেই‌।

আর এই পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করতে শুরু করেছেন, তাতে তিনি আবারও এই নোটিশের পরিপ্রেক্ষিতে সুর চড়িয়ে তৃণমূলের চালিকাশক্তি বন্দ্যোপাধ্যায় পরিবারের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!