এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নামেই উত্তরকন্যা, ঢপের প্রতিশ্রুতি মমতার ! শুভেন্দুর প্রশ্নের জেরবার রাজ্য !

নামেই উত্তরকন্যা, ঢপের প্রতিশ্রুতি মমতার ! শুভেন্দুর প্রশ্নের জেরবার রাজ্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে অনেক বড় বড় কথা বলেন। তার মুখ থেকেই শোনা গিয়েছিল যে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নাকি আলাদা নয়, সবটাই নাকি তার পশ্চিমবঙ্গের অঙ্গ। কিন্তু এই উত্তরবঙ্গকে কি তিনি নিজের রাজ্যের অংশ বলে মনে করেন? নাকি ছুটি কাটাতেই উত্তরবঙ্গে আসেন! এই প্রশ্ন উঠছে সেই মুখ্যমন্ত্রীর কার্যকলাপের জন্যই। আর সেই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সমস্ত কাণ্ড কলাপ করেছেন, যার কারণে এখন সোচ্চার হতে শুরু করেছেন বিরোধী নেতারা। তিনি নিজেই বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন। কেননা এই মুখ্যমন্ত্রীই বলেছিলেন, উত্তরবঙ্গের মানুষকে সরকারি কাজে নাকি কলকাতায় আসতে হবে না। তিনি উত্তরবঙ্গে উত্তরকন্যা করে দিচ্ছেন, সেখানেই সমস্ত কাজ হবে। কিন্তু আদৌ কি সেই উত্তরকন্যা থেকে কোনো কাজ হয়? কোনো মানুষ কি সেখান থেকে সমস্যার সমাধান করতে পেরেছেন! মুখ্যমন্ত্রী যখন পাহাড় সফরে মজে রয়েছেন, যখন নাটক করে চা পাতা তুলছেন এবং সেই ছবি পোস্ট হচ্ছে, তখন এই প্রশ্নই তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার প্রশ্নবান যেন রীতিমতো কাঁটার মত বিঁধছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে নিজের রাজ্যের অংশ বলে মনে করেন না। বরঞ্চ নিজের প্রমোদস্থল বলে মনে করেন। আর সেই কারণেই তিনি ছুটি কাটাতে সেই উত্তরবঙ্গে যান এবং প্রচুর গেস্ট হাউস সেখানে তিনি করেছেন। পাশাপাশি উত্তরকন্যা নিয়েও বিস্ফোরক তথ্য ফাঁস করেন এই রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্তরকন্যা থেকেই নাকি উত্তরবঙ্গের মানুষের সমস্ত কাজ হবে। কলকাতায় যেতে হবে না। কিন্তু আপনারা বলুন, এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন যে, উত্তরকন্যা থেকে কোনো কাজ হয়েছে?” একাংশ বলছেন, উত্তরবঙ্গের জন্য অনেক কিছু ঘোষণা করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি, অনেক বড় বড় বিল্ডিং গড়ে উঠলেও, সেগুলোতে এখন ছাতা ধরেছে। তাই সরকারি অফিস এবং ভবন হয়েছে ঠিকই। কিন্তু পরিচর্যার অভাবে সেগুলোর বাস্তবায়ন করা মত ক্ষমতা এই সরকারের হয়নি বলেই দাবি একাংশের।

এদিকে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা নিয়ে সরকারকে কটাক্ষ করতেই সোচ্চার হয়েছে বিজেপি। তাদের দাবি, ঢপের চপের প্রতিশ্রুতি দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজের বিলাসবহুল গেস্ট হাউস তৈরি করে সেখানে ছুটি কাটাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে উত্তরকন্যায় কোনো কাজ হয় না। সাধারণ মানুষকে ছুটে যেতে হয় সেই কলকাতায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কথা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষকে বোকা বানিয়ে তিনি এই রাজ্যকে শেষ করে দিয়েছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন, তিনি উন্নয়নের কান্ডারী। তাহলে শুভেন্দু অধিকারী তো এটা জানিয়ে দিলেন যে, উত্তরকন্যা থেকে কোনো কাজ হয় না, তাহলে যদি সত্যিই উত্তরকন্যা থেকে কাজ হয়, মানুষকে পরিষেবা দেওয়ার মত বিষয়টি চালু করে থাকে এই রাজ্যের সরকার, তাহলে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে তা হাতেনাতে মিথ্যা প্রমাণ করুন মাননীয়া মুখ্যমন্ত্রী। কিন্তু সেটা করার মত ক্ষমতা তার হবে না। কারণ তিনিও খুব ভালো মতো জানেন, উত্তরবঙ্গকে কিভাবে অবহেলা করছে এই রাজ্যের সরকার। শুধুমাত্র ছুটি কাটানোর কাজে এবং ফুরফুরে মনোরম আবহাওয়া উপভোগ করতেই মুখ্যমন্ত্রী মাঝেমধ্যেই উত্তরবঙ্গে আসেন। আদতে এখানকার মানুষের উন্নয়ন এই সরকারের দ্বারা ছিটেফোঁটাও হয় না। যার প্রকৃষ্ট উদাহরণ, মুখ্যমন্ত্রীর মুখ থেকে উত্তরকন্যা নিয়ে ঢপের চপের প্রতিশ্রুতি। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!