এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অনশনরত শিক্ষকদের পাশে এবার বিজেপি, দিলীপ ঘোষ কি বার্তা দিলেন জেনে নিন

অনশনরত শিক্ষকদের পাশে এবার বিজেপি, দিলীপ ঘোষ কি বার্তা দিলেন জেনে নিন


নিজেদের ‘জীবনের মূল্যে’ এবার নিজেদের ন্যায্য দাবি ছিনিয়ে নেওয়ার যুদ্ধে নেমেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থির ডাকে বিকাশ ভবনের অদূরে আমরণ অনশনে বসেছেন রাজ্যের হাজার প্রাথমিক শিক্ষক – লক্ষ্য একটাই সরকার তাঁদের প্রাপ্য পিআরটি স্কেল দিক। গ্রেড-পে নিয়ে যে বঞ্চনা বছরের পর বছর ধরে চলে আসছে – এবার হোক তার অবসান।

আজ শনিবার সেই ধরনা কর্মসূচির অষ্টম দিন। আর এদিনই শিক্ষকদের পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে দাবি করলেন যে শিক্ষকদর এই আন্দোলনে বিজেপি শিক্ষকদের পাশে আছে। নিজেদের ন্যায্য দাবি নিয়ে লড়াই -এ শিক্ষকদের যে দুর্দশা হয়েছে তা অত্যন্ত লজ্জার। আর তা দেখেও যে সরকার চুপ করে বসে আছে তা আরো লজ্জার। আর তাই এই সমস্যা সমাধানের জন্য সরকারের অবিলম্বে ব্যাবস্থা নেওয়া দরকার বলেও দাবি করেন এদিন দিলীপবাবু।

প্রসঙ্গত, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকার পদক্ষেপ না করলে তাঁরা অনশন চালিয়ে যাবে। কেননা তাঁরা তাদের ন্যায্য বেতনের দাবিতে অনশন আন্দোলন করছেন। অন্যান্য রাজ্যের প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা যে হারে বেতন পান, সেই হারেই এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো হওয়া উচিত। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ১৪ জনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়ি থেকে দূরে বদলি করা হয়েছে। তাঁদের আগের জায়গায় ফিরিয়ে আন্তে হবে এই দুই দাবি পূরণ না হলে তাঁরা এই অনশন চালিয়ে যাবেন।

এই আন্দোলনের ফলে এর মধ্যেই অনেক আন্দোলনকারী ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রাথমিকের শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এখন দেখার সরকারের টনক কবে নড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!