এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাল তৃণমূলের মহা-ব্রিগেড – কোন কোন রাস্তায় মিছিল, যানজট থেকে বাঁচতে কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?

কাল তৃণমূলের মহা-ব্রিগেড – কোন কোন রাস্তায় মিছিল, যানজট থেকে বাঁচতে কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?

কাল কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে হঠাতে এবং একইসঙ্গে প্রধানমন্ত্রীর আসনে তৃণমূল নেত্রীর বসার জল্পনাকে উস্কে দিতে রাজ্যের শাসকদলের মহা ব্রিগেড। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কোনা থেকে তৃণমূল সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। তিন ধারণের জায়গা নেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে। একইসঙ্গে শহরের চার জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য।

তৃণমূল সমর্থকদের পাশাপাশি শহরে আসতে শুরু করে দিয়েছেন জাতীয় রাজনীতির হেভিওয়েট নেতারাও। ফলে স্বাভাবিকভাবেই কাল শহরের সব রাস্তা গিয়ে মিশবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর শাসকদলের এই মহাযজ্ঞে অবশ্যম্ভাবী ভাবে অসুবিধার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা ও অফিসযাত্রীরা। আর তাই, প্রশাসনসূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জেনে নিন কোন কোন রাস্তায় কাল মিছিল হতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে, সেই অনুযায়ী আগাম পরিকল্পনা করে কালকের যাত্রা ঠিক করতে পারবেন। তবে, কোনও উড়ালপুলেই মিছিলের বাস উঠতে দেওয়া হবে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নিত্যযাত্রী অফিস কিংবা গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো রেলের ওপর ভরসা করতে পারেন। বিভিন্ন রেল স্টেশন ও মেট্রোগুলিতেও নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। আর তাই দেখে নিন কাল কোন কোন রাস্তায় শাসকদলের মিছিল যেতে চলেছে –

১. মিলন মেলা থেকে সেভেন পয়েন্ট হয়ে পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেড
২. হাজরা থেকে এটিএম রোড হয়ে জওহরলাল নেহেরু রোড হয়ে ব্রিগেড
৩. শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেড
৪. পার্কসার্কাস থেকে ৪ নং ব্রিজ হয়ে দরগা রোড হয়ে সিআইটি রোড হয়ে ব্রিগেড
৫. শ্যামবাজার থেকে বিধান সরণি হয়ে সিআর অ্যাভিনিউ হয়ে ব্রিগেড
৬. হাওড়া থেকে ব্রেবোর্ন রোড হয়ে টি বোর্ড হয়ে আরআর অ্যাভিনিউ হয়ে ব্রিগেড
৭. খিদিরপুর থেকে হেস্টিংস হয়ে ব্রিগেডে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!