এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শপথবাক্য পাঠ করলেন মমতা, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী ঘরের মেয়ে!

শপথবাক্য পাঠ করলেন মমতা, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী ঘরের মেয়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে শপথগ্রহণ অনুষ্ঠান খুব একটা আড়ম্বরপূর্ণ হয়নি। কিন্তু এই অনুষ্ঠানের কেন্দ্রস্থলে ছিল নানা আবেগ। বিজেপির বিরুদ্ধে লড়াই করে এত আসন নিয়ে ক্ষমতায় ফেরানো সম্ভব হবে, তা অনুধাবন করতে পারেনি তৃণমূলের অনেকেই। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর দিন মানুষের বিপুল সমর্থন নিয়ে দু’শোর বেশি আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির। আর তারপর থেকেই করোনা ভাইরাসের কারণে বিজয় উৎসব করা যে হচ্ছে না, তা বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তবে তৃণমূল কর্মীরা বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন জায়গায় জয়লাভ করার পরেও বিজয় মিছিল না হওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়ে গিয়েছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কবে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেন, তার দিকে মুখিয়ে ছিলেন সকলে। অবশেষে আজ বুধবার এল সেই দিন।

রাজভবনে খুব সংক্ষিপ্ত অতিথিদের নিয়ে শপথবাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার এই দৃশ্য ফ্রেমবন্দি করে রাখতে উদ্যত সকলে। টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সেই ভিডিও স্ক্রিনশট করে রাখতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

সূত্রের খবর, আজ রাজভবনে শপথ নিতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ঘড়ির কাটায় 10:45 মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জাগদীপ ধনকার। বলা বাহুল্য, 2011 সালে প্রথমবার ক্ষমতায় এসে এই রাজভবনে শপথবাক্য পাঠ করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে জনতার সঙ্গে হাঁটতে হাঁটতে মহাকরণে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরবর্তীতে 2016 সালের এখানে শপথবাক্য পাঠ করতে দেখা যায় তাকে। তবে এবার করোনা ভাইরাসের কারণে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসলেও, এবার কোনো বিজয় উৎসব করতে বারণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে রাজভবনে সংক্ষিপ্ত অতিথিদের নিয়ে তিনি শপথবাক্য পাঠ করলেও তেমনভাবে কোনো জমায়েত করা হয়নি। তবে তৃতীয় বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের নেতাকর্মীরা “ঘরের মেয়ে আবার বাংলার দায়িত্ব নিয়েছে” বলে প্রচার করতে শুরু করেছেন।

জানা গেছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। যেখানে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে খবর। তবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রবল খুশি তৃণমূলের নেতা-কর্মীরা। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!