বড় ভাঙ্গন নদীয়া সিপিএমে বিশেষ খবর রাজ্য November 9, 2017 বড় ভাঙ্গন নদীয়া সিপিএমে, বিজেপি নেতার জয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে নাম লেখালেন নদীয় জেলার কৃষ্ণগঞ্জের প্রায় ৪০০ সিপিএম কর্মী। এরপর শোনা যাচ্ছে পূর্ব বর্ধমানে সভা করবেন তিনি, সেখানেও বেশ কেয়কজন রাজনৈতিক কর্মী বিজেপিতে যোগদান করতে পারেন। জয় বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় এদিন শাসকদলকে আক্রমন করেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু, দেশের বিরোধীদলগুলি তা করতে দিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো-ভাইঝিরা সবাই কালো টাকা কামাতে পারছেন না। কালো টাকাকে সাদা করতে পারছে না বলে মুখ্যমন্ত্রীর খুব কষ্ট হচ্ছে। আর তাই তিনি কালা দিবস পালন করছেন রাজ্যজুড়ে। আগে ভিন রাজ্যের বাসিন্দারা বলতেন, ওই দেখুন স্বামী বিবেকানন্দ-রবীন্দ্রনাথের দেশের মানুষ। কিন্তু, এখন বলেন, দেখুন সারদা-নারদা দেশের মানুষ এসেছে। আগে রাজ্যের মানুষরা সম্মান পেতেন। কিন্তু, এখন আর সম্মান দেওয়া হয় না। এই রাজ্যকে দেখে লোকে এখন তোলাবাজি-দুর্নীতি করতে শিখছে। আপনার মতামত জানান -