এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে ফিরতে চাইছেন মুকুল রায় ও অর্জুন সিং, বড়সড় দাবি হেভিওয়েট মন্ত্রীর

তৃণমূলে ফিরতে চাইছেন মুকুল রায় ও অর্জুন সিং, বড়সড় দাবি হেভিওয়েট মন্ত্রীর


রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানের দলবদল আর ঘর ওয়াপসি এই দুটো শব্দই অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। প্রত্যেকদিনই দলবদলের একের পর এক ঘটনা সংবাদ শিরোনাম চলে আসছে।

জানা যাচ্ছে শনিবার বিকেলে বিজেপির ত্যাগ করে ফের নিজের পুরনো রাজনৈতিক দল তৃণমূলে ফিরে এলেন গারুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়। আর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বড়সড় বোমা ফাটালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই নিয়ে  সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দাবি করেন আমি জানি যে সুব্রত মুখোপাধ্যায় যোগদান করেছেন। তিনি আরো দাবি করেন যে সবাই আসবে কেউ বাকি থাকবে না যারা বিজেপিতে চলে গিয়েছিল তারা সব লাইন দিয়ে আছে. এরপর দেখবেন অর্জুন সিং ঢুকছে, আর মুকুল রায় লাইন দেবে। ঢুকতে পারবে কিনা জানিনা। তবে ও লাইনে আছে। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। এখন দল ওকে নেবে কি নেবে না সেটা আলাদা ব্যাপার। কিন্তু লাইনে আছে।

এছাড়া তিনি বিস্ফোরক দাবি করে জানান যে, অর্জুন সিং ও মুকুল রায়ের বাড়ির সামনে লেখা আছে আর একবার ডাকলেই যাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর কোন গতি নেই। প্রথমে মমতা মাঝে মমতা শেষ মমতা তাই তার কাছে সকলকে ফিরে আসতে হবে।

যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অর্জুন সিংও মুকুল রায়। তবে এরপর তাদের প্রতিক্রিয়া পেলে যে এই নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!