এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি রাজ্যসভা থেকেও সাসপেন্ড হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

এবার কি রাজ্যসভা থেকেও সাসপেন্ড হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?


কলকাতার এক বাংলা পোর্টালের প্রকাশিত খবর অনুযায়ী, এবার রাজ্যসভা থেকেও সাসপেন্ড হতে পারেন সিপিএম থেকে বহিস্কৃত বিতর্কিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই পোর্টালের দাবী একটি অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, নম্রতা দত্ত তাঁর বিরুদ্ধে হওয়া হয়রানির অভিযোগ জানিয়ে চিঠি লেখেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে। ভেঙ্কাইয়া নাইডু নম্রতা দেবীকে ফোন করে চিঠির প্রাপ্তিস্বীকার করেন ও আশ্বস্ত করেন যে নম্রতা দেবীর অভিযোগ নিয়ে রাজ্যসভার এথিক্স কমিটি যথাযথ ব্যবস্থা নেবে।
এরপরই রাজ্যসভার এথিক্স কমিটি ঋতব্রতবাবুকে ইমেল করে ও তাঁর কলকাতার বাড়ি ও দিল্লির সাউথ এভিনিউয়ের সাংসদ ফ্ল্যাটে চিঠি পাঠায়, একবার নয় তিনবার। তবে সাংসদ এই চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু যেহেতু সাংসদকে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি বা এথিক্স কমিটির সামনে হাজিরা দেননি তাই তাঁকে রাজ্যসভা থেকে আগামী সপ্তাহের মধ্যে সাসপেন্ড করা হতে পারে। যদিও এই খবরের সত্যতা প্রিয়বন্ধু বাংলার পক্ষ থেকে যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধটি সম্পূর্ণরূপে ওই পোর্টালের খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!