এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার-চারটি মামলা রাজ্য পুলিশের

মুকুল রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার-চারটি মামলা রাজ্য পুলিশের

বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে কলকাতায় পা দিয়েই এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মুকুল রায় জানিয়েছিলেন, বর্তমানে রাজ্যে বিরোধী রাজনীতির কোনো জায়গা নেই। রাজ্য সাকারের কেউ বিরোধিতা করলে তার নামে মামলা করে পুলিশ দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে, রাজ্যজুড়ে পুলিশি-রাজ চলছে। তবে আর এইসব করা করা যাবে না, কেননা কোনো গর্হিত কাজ করলে সেইসব পুলিশ অফিসারকে দিল্লিতে জবাবদিহি করতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁর উপলব্ধিটা বাস্তবায়িত হলেও, তাঁর ভবিষ্যৎবাণী মিলল না। ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিতেই তাঁর নামে চার-চারটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল রাজ্য পুলিশ।
সূত্রের খবর, দল থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন বান্ধবী ইঞ্জিনিয়ার নম্রতা দত্তর তোলা অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানার পুলিশ মুকুল রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাসহ মোট চারটি ধারায় এফআইআর করেছে। পুলিশের দায়ের করা এফআইআর সংক্রান্ত নথি ইতিমধ্যে সিআইডি-র হাতেও তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুকুলবাবুর বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ সৃষ্টি, মামলা তুলে না নিলে বাড়িতে গিয়ে ধর্ষণ করার হুমকি দেওয়া এবং মামলা প্রত্যাহারের জন্য মোটা টাকা দেওয়ার প্রলোভন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!