এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জোড়া ধাক্কা বিজেপি সংসদ অর্জুন সিং এর, জেনে নিন কারণ

জোড়া ধাক্কা বিজেপি সংসদ অর্জুন সিং এর, জেনে নিন কারণ


জোড়া ধাক্কা অর্জুন সিং সমেত বিজেপির । জানা যাচ্ছে আজ বিজেপি ছেড়ে ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি পঞ্চায়েতের ১৭ জন সদস্য তৃণমূলে যোগ দিলেন। অন্যদিকে আজ ভাটপাড়া পুরসভার ১৭ জন কাউন্সিলর ফিরছেন তৃণমূলে – তৃণমূল ভবনে তাঁরা যোগ দেবেন ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা ভোটের পর কাউগাছি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ ২৪ জন সদস্যই বিজেপিতে যোগ দিয়েছিলেন।কাউগাছি পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন অর্জুন সিং।বলতে গেলে তাঁর হাত ধরেই হয়েছিল যোগদান। পঞ্চায়েত প্রধান চৈতালী কর্মকার জানিয়েছিলেন, সরকারের প্রতি ভরসা হারিয়েই সবাই বিজেপিতে যোগ দিচ্ছেন।

আর এদিন সেই পঞ্চায়েত প্রধান চৈতালী কর্মকারের নেতৃত্বে ১৭ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ভবনে গিয়ে, ফের তৃণমূলে যোগ দিলেন। আর এর পরেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন । তাঁরা অভিযোগ তোলেন তাঁরা তৃণমূল ছাড়তে চাননি। কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে, সেই সময় দলবদল করেছিলেন।
জানা যাচ্ছে তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন।

ফিরহাদ হাকিম এদিন বলেন, কারও হৃদয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবার লেখা হয়ে যায় তাহলে, সেখানে অন্য কারও নাম লেখা যায়। সেটাই হয়েছে কাউগাছির পঞ্চায়েত সদস্যদের ক্ষেত্রে। ফলে কাউগাছি পঞ্চায়েত তৃণমূলের দখলে আগেও ছিল। ভবিষ্যতেও তা তৃণমূলের দখলেই থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!