এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের মুখে গেরুয়া শিবিরকে আরটিআই নিয়ে পাল্টা চাপ হেভিওয়েট তৃণমূল নেতার

নির্বাচনের মুখে গেরুয়া শিবিরকে আরটিআই নিয়ে পাল্টা চাপ হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে গেছে রাজ্যের বিরোধী দলগুলি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপির অমিত শাহ ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূল সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। রমনকি রাজ্য জুড়ে বোমা তৈরীর কারখানা চলছে বলেও দাবী করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তাই নিয়েই করা হয়েছিল আরটিআই। সেই প্রসঙ্গ তুলে এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু একহাত নিলেন কেন্দ্রীয় সরকারকে। প্রসঙ্গত, গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন রাজ্যে আর সে সময় তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা হয় আরটিআই। কিন্তু এই আরটিআই এর যে উত্তর পাওয়া গিয়েছে তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনোরকম তথ্যই নেই বলে জানাচ্ছেন ব্রাত্য বসু। আর এই আরটিআই তথ্যই হাতিয়ার হয়ে উঠছে তৃণমূলের। অক্টোবরের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন রাজ্যে বিজেপির প্রচারে। তখনই তিনি অভিযোগ করেছিলেন, বাংলার প্রত্যেকটি জেলায় বোমা তৈরীর কারখানা হয়েছে। পাশাপাশি দুর্নীতি নিয়ে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিরোধীদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্যও করেছিলেন তিনি।

আর এবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে আসল সত্য পরিষ্কার করলেন। তিনি জানিয়েছেন, জনৈক সাকেত গোখলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরটিআই করেছিলেন। এই আরটিআইতে তিনটি প্রশ্ন করা হয়েছিল বলে জানা গিয়েছে। তিনটি প্রশ্ন হলো, বাংলায় বোমা তৈরীর কারখানার কি কোন তালিকা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে কি স্বরাষ্ট্রমন্ত্রক কোন বিশেষ তথ্য জানিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বোমা তৈরীর কারখানা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার কি কোন সরকারি তথ্য আছে?  আর এ ব্যাপারে ব্রাত্য বসু জানিয়েছেন, আরটিআই এর উত্তর প্রথমে দেওয়া হচ্ছিল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথা অনুযায়ী জানা গেছে, তাঁদের কাছে নির্দেশ আছে এ ধরনের কোন প্রশ্নের উত্তর যেন না দেওয়া হয়। এদিন ব্রাত্য বসু দাবি করেছেন, আরটিআই এর উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। অন্যদিকে আরটিআই করা ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যখন জিজ্ঞাসা করে, পশ্চিমবঙ্গে বোমা তৈরীর কারখানার কথা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়েছে? দাবি করা হচ্ছে তার উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বাংলায় বোমা তৈরীর কারখানার কোনো অস্তিত্ব নেই।

যথারীতি এই তথ্য সামনে আসার পর শুরু হয়েছে তীব্র চাপান উতোর। আর এ প্রসঙ্গ সামনে এনে ব্রাত্য বসু সরাসরি অভিযোগ তুললেন অমিত শাহের দিকে। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিজেপির অন্যান্য নেতারা বাংলার বিধানসভা নির্বাচন জেতার উদ্দেশ্যে বাংলার নামে ক্রমাগত অপমান করে চলেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, কথা অনুযায়ী এই আরটিআই সংক্রান্ত তথ্য যদি সত্যি হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের বিজেপি শিবির কিন্তু চাপের মুখে পড়বেন। সেক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে নির্বাচন জেতার জন্যই গেরুয়া শিবির বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নিচ্ছেন যা রাজ্যের মানুষের কাছে গেরুয়া শিবিরকে বিরাগভাজন করে তুলতে পারে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!