এখন পড়ছেন
হোম > জাতীয় > বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ গাড়ি, নয়া সিদ্ধান্ত রাজ্যের!

বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ গাড়ি, নয়া সিদ্ধান্ত রাজ্যের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার রাজ্যের নির্দেশে বাতিল হতে চলেছে প্রায় 10 লক্ষের বেশি গাড়ি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত, পরিবেশের দূষণ হচ্ছে যে সমস্ত গাড়িকে কেন্দ্র করে, সেই সমস্ত গাড়িই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। তবে 15 বছর আগেকার গাড়ির ক্ষেত্রেই সেই নিয়ম প্রযোজ্য বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে প্রায় 15 বছরের পুরোনো দশ লক্ষের বেশি গাড়ি বাতিল করার কথা ভাবা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় তিন দফায় এই কাজ করা হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!