এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নেই পানীয় জলটুকুও! খাবার তো দূরস্থান! কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে ক্ষোভ বাড়ছে পরিযায়ীদের!

নেই পানীয় জলটুকুও! খাবার তো দূরস্থান! কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে ক্ষোভ বাড়ছে পরিযায়ীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের কারণে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা অনেকদিন পর্যন্ত আটকে ছিলেন। তবে লকডাউন শিথিল হওয়ার পরেই তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসতে শুরু করেছেন‌। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত শ্রমিকদের কোয়ারেন্টাইন রেখে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হলেও, দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ পঞ্চায়েতে কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ী শ্রমিকরা খাওয়ার পাচ্ছেন না বলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েতগুলোতে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে খাওয়ার দেওয়ার কথা বলা হলেও, অধিকাংশ পঞ্চায়েত তা মানছে না। যার ফলে সেই সমস্ত শ্রমিকদের বাড়ি থেকেই খাওয়ার দিয়ে যাচ্ছেন তাদের পরিজনেরা। কিন্তু কেন এই অব্যবস্থা? কেন পঞ্চায়েতগুলো শ্রমিকদের পাশে ঠিক মত থাকছে না?

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, একাধিক স্থানীয় পঞ্চায়েত খাবার বিতরণ করছে না। কিছুদিন খাবার দিয়ে তারা তা বন্ধ করে দিয়েছে। এমনকি অনেক জায়গাতে পানীয় জলের ব্যবস্থাও নেই। যার ফলে তৈরি হয়েছে সমস্যা। বাড়ি থেকে কোয়ারেন্টাইন সেন্টার অনেক দূরে হওয়ায় সেই সমস্ত শ্রমিকদের জন্য কষ্ট করে হলেও তাদের আত্মীয়রা বাড়ি থেকে খাবার তৈরি করে এনে দিয়ে যাচ্ছেন।

এদিন এই ব্যাপারে হিলি ব্লকের বিডিও সৌমেন বিশ্বাস বলেন, “সরকারি কোয়ারেন্টাইনে আমরা খাবার বিতরণ করছি। কিন্তু অনেকে প্রশাসনের খাবার খাচ্ছেন না। বাড়ির খাবার খাচ্ছেন। যেখানে শ্রমিকরা বাড়ির খাবার খাচ্ছেন, সেখানে প্রশাসন খাবার বিতরণ বন্ধ করে দিয়েছে।” অন্যদিকে কুমারগঞ্জের দিওর অঞ্চলের প্রধান অঞ্জলি টিগ্গা বলেন, “আমরা প্রশাসনের কাছ থেকে এমন কোনো নির্দেশ পাইনি। আমাদের এখানে যে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, সেখানে বরাবর শ্রমিকদের বাড়ির লোকেরা খাদ্য দিয়ে গিয়েছেন।” কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, পঞ্চায়েতগুলোকেই এই ব্যাপারে খাবার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ বলেন, “জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ব্লক, পঞ্চায়েত সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে খাবার বিতরণ করবে। কোথাও খাবার দেওয়া হচ্ছে না, এমনটা জানা নেই। বিষয়টি খোজ নিয়ে দেখব।” অন্যদিকে এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন, “রাজ্য সরকার সবসময় শ্রমিকদের পাশে আছে, আগামীতেও থাকবে। পরিযায়ী শ্রমিকদের যাতে কোনো অসুবিধা না হয়, তা প্রশাসন নজর রাখছে। খাবার না দেওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।” তবে জেলা প্রশাসনের বিরুদ্ধে এই ব্যাপারে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “জেলা জুড়ে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এখন তো খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজ্য সরকার শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর প্রকল্পের শ্রমিকদের প্রাপ্য চাল দেওয়া হচ্ছে না। আমরা এই নিয়ে দ্রুত আন্দোলনে নামব।” সব মিলিয়ে এবার দক্ষিণ দিনাজপুর জেলায় কোয়ারেন্টাইন থাকা শ্রমিকরা সঠিক পরিমাণে খাবার না পাওয়ায় ক্রমশ জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে। যাকে হাতিয়ার করছে বিরোধীরা। এখন এই ব্যাপারে পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধান করতে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!