এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজভবনে পৌছলেন মমতা, তৃতীয়বারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি!

রাজভবনে পৌছলেন মমতা, তৃতীয়বারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, এবার আর রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে না তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বক্তব্য রাখতে গিয়ে নানা নেতা-নেত্রীরা বলেছিলেন, যতই নাড়ো কললাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। ‌অবশেষে তৃণমূলের কথাই সত্যি হল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। 2011 বা 2016 সালের মত এবার আর কিছুক্ষণ সময় পরেই রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

2011 সালে যেমন লড়াইটা কঠিন ছিল, ঠিক তেমনই 2016 সালে লড়াই অত্যন্ত সহজ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। তবে 2021 সালের বিজেপির চাপ যখন ক্রমশ বাড়তে শুরু করেছিল, তখন ক্ষমতায় বিপুল আসন নিয়ে আসা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল দলের অন্দরে। তবে যে বিজেপি 200 আসন দখলের স্বপ্ন দেখেছিল, তাদেরকে 77 এ আটকে দিয়ে দু’শোর বেশি আসন নিয়ে তৃতীয় বার ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই শপথ গ্রহণ করবার জন্য কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রাজভবনে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হচ্ছে। তবে যে সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের সকলের সাথেই রাজভবনে পৌঁছে কুশল বিনিময় করছেন তৃণমূল নেত্রী।

অনেকে বলছেন, আজকের দিনটি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে অত্যন্ত আবেগের দিন। এবার অত্যন্ত লড়াই করে তৃণমূল এত বিপুল আসন দখল করতে সক্ষম হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান না হওয়ায় কিছুটা হলেও হতাশ দলের নেতাকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে তার প্রথম কাজ হবে করোনা ভাইরাস আটকানো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে যাতে কেউ শপথ গ্রহণের দিন কোথাও কোনো জমায়েত না করেন, তার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানাতে শুরু করেছেন দলের নেতা কর্মীরা। বলা বাহুল্য, 2011 সালে বামেদের সরিয়ে মুখ্যমন্ত্রী পদে রাজভবন থেকে শপথ নিয়ে মহাকরণ পর্যন্ত জনস্রোতের মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এবার সেসব কিছুই করা সম্ভব হবে না। কারণ একটাই করোনা ভাইরাস। তাই এই পরিস্থিতিতে রাজভবনে পৌঁছে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যাযের শপথ গ্রহণের দৃশ্য টেলিভিশন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দেখে উচ্ছ্বাসের বাঁধ তৈরি করতে চাইছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

একাংশ বলছেন, যে কোনো দলের নেতাকর্মীরা ময়দানে লড়াই করে ক্ষমতা দখলের জন্য। এক্ষেত্রে তাদের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এই দৃশ্য দেখার শখ শাসক থেকে শুরু করে বিরোধী দলের সকল স্তরের নেতা নেত্রীদের।

আর এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে তৃতীয় বারের রাজ্যের ক্ষমতা দখল করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দৃশ্য দেখতে কার্যত মুখিয়ে আছেন তৃণমূলের নেতা কর্মীরা। সব মিলিয়ে রাজভবনে পৌঁছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ধ্বনিত সেই শপথবাক্য, “আমি মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করছি” শোনার অপেক্ষায় সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!