এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি দলনেতার ঘনিষ্টকে প্রতারণা কান্ডে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের জেরায়

বিজেপি দলনেতার ঘনিষ্টকে প্রতারণা কান্ডে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের জেরায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা পুলিশের হাতে ধরা পড়ায়। প্রতারণার অভিযোগে রাখাল বেরাকে গ্রেফতার করা হয়। আর তাই নিয়েই শুরু হয়ে যায় রাজনৈতিক চাঞ্চল্য। পুলিশ গ্রেপ্তার করে তাঁকে দফায় দফায় জেরা করে বলে জানা গিয়েছে। আর সে জেরাতেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাখাল বেরা জেরার মুখে চারজনের কথা বলে, যাদের নির্দেশে যাবতীয় টাকা-পয়সা সে লেনদেন করেছে। মূলত চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়।

সম্প্রতি সুজিত দে নামে এক ব্যক্তি রাখাল বেরার নামে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় দু লক্ষ কুড়ি হাজার টাকা বিভিন্ন ব্যক্তির কাছে নেয় রাখাল। তবে পুলিশের হাতে রাখাল বেরা ছাড়াও চঞ্চল নন্দী নামক এক প্রাক্তন সেচকর্তার নাম এসেছে। তাঁকেও গ্রেপ্তার করার জন্য খোঁজ চলছে। জানা যাচ্ছে, রাখাল বেরা চারজনের নির্দেশে 2019 এর জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন ব্যক্তির থেকে টাকা তুলেছেন। কলকাতা, দুই 24 পরগনা এবং কাঁথি থেকে প্রায় 10 লক্ষ টাকা বিভিন্ন মানুষের থেকে নিয়েছেন রাখাল বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, তদন্তকারীরা ইতিমধ্যেই রাখাল বেরার যাবতীয় কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করেছেন। পাশাপাশি রাখাল যে লক্ষাধিক টাকা তুলেছিলেন বিভিন্ন ব্যক্তির থেকে, সেই টাকা কোথায় গেল তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাখাল যে চারজনের নির্দেশের ইঙ্গিত দিয়েছেন তদন্ত অনুসারে এই চারজনকেও থানায় ডেকে পাঠানো হতে পারে। প্রসঙ্গত জানা গিয়েছে, অভিযোগকারী সুজিত দে’র কাছে রাখাল বেরা টাকা নিয়েছে কলকাতায় বসে। অন্যদিকে রাখাল বেরার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়া মাত্রই একে একে কুড়িটি অভিযোগ দায়ের করা হয়েছে মানিকতলা থানায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, অভিযুক্ত রাখাল বেরাকে শিয়ালদা আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালতের তরফ থেকে 12 ই জুন পর্যন্ত রাখাল বেরাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাখালের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গ্রেপ্তারি হয়েছে। পাশাপাশি রাখালের আইনজীবীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, দু বছর আগের ঘটনার পরিপ্রেক্ষিতে এতদিনে কেন অভিযোগ দায়ের করা হল?

পাশাপাশি অভিযোগকারীর বিরুদ্ধেও রাখালের আইনজীবী প্রশ্ন তোলেন, চাকরি পাবেন কিনা তা না জেনে কিভাবে রাখাল বেরা অত টাকা তুলে দিলেন অভিযোগকারী? অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাখাল বেরা শুভেন্দু অধিকারীর অন্যতম অনুগামী। সেইসূত্রে রাখাল বেরার গ্রেপ্তারি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দু’বছর আগে রাজ্যে অন্যতম মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। সেসময়ের অপরাধেই গ্রেপ্তার হয়েছে রাখাল বেরা। আপাতত রাখাল বেরাকে জেরা করে আর কি কি নতুন তথ্য উঠে আসে পুলিশের হাতে, এখন সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!