এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, তৃতীয়বারের জন্য রাজ্যের শাসন ক্ষমতা দখল করবে তৃণমূল – আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

Breaking News, তৃতীয়বারের জন্য রাজ্যের শাসন ক্ষমতা দখল করবে তৃণমূল – আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার বাজেট অধিবেশন ছিল রাজ্যের বিধানসভায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকার কারণে বাজেট ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল।সম্প্রতি ৯৪ পাতার এক দীর্ঘ বাজেট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাকে কল্পতরু বাজেট বলা যেতে পারে। বাজেটে দেড় কোটি মানুষকে চাকরির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বহু শিল্পের কথা জানানো হয়েছে। সমস্ত শিল্প যদি সম্ভব হয়, তবে প্রতিটি জেলায় তিন-চারটে করে নতুন কারখানা নির্মিত হবে। সেই সঙ্গে নতুন রাস্তা ও উড়ালপুলের সমারোহ দেখা দেবে পশ্চিমবঙ্গে। পাইকপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত বসবে এস্কেলেটর। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা পাবে ট্যাব বিনামূল্যে। বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী। বরিষ্ঠ নাগরিকরা পাবেন পেনশন। এরকম একাধিক বিষয়ের ঘোষণা ছিল এই বাজেটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বিধানসভায় বাজেট আলোচনার উপর জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী জানান যে, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পতে কেন্দ্রের পোর্টালে ২২ লক্ষ কৃষকের নাম রয়েছে। এর মধ্যে ৬ লক্ষ কৃষকের নাম কেন্দ্র সরকারের কাছে রাজ্য পাঠিয়ে দিয়েছে। সেই কৃষকদের মধ্যে আড়াই লক্ষ কৃষকের নাম ভেরিফিকেশন করে রাজ্য পাঠিয়ে দিয়েছে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের অর্থদান শুরু করুক কেন্দ্র। এর সাথে সাথেই কিসান সম্মান নিধি প্রকল্পতে ভাগচাষী ও ক্ষেতমজুরের নাম যুক্ত করার দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যে মোট বিনিয়োগ করা হচ্ছে ৭২ হাজার ২০০ কোটি টাকা। এই বিনিয়োগ থেকে ৩ লক্ষ ২৯ হাজার কর্মপ্রার্থীর কর্মসংস্থান মিলবে। এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর দাবি করেছেন যে, রাজ্যের শাসন ক্ষমতা ধরে রাখার হ্যাটট্রিক করবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!