এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনে জয়লাভের পরই একধিক গুরুত্বপূর্ণ পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত তৃণমূলের

নির্বাচনে জয়লাভের পরই একধিক গুরুত্বপূর্ণ পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় এসেছে তৃণমূলের। বিশেষ করে কংগ্রেসের শক্তিশালী গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আশাতীত সাফল্য পেয়েছে তৃণমূল। এবার মুর্শিদাবাদ জেলা সংগঠন মজবুত করার পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। তার পূর্বে মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নিল তৃণমূল। আগামী ১৬ ই জুন এই নির্বাচন হতে চলেছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের কিছু পূর্বেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মোশারফ হোসেন। পরবর্তীকালে, তিনি কংগ্রেসে যোগদান করেন। নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি, তবে সাফল্য আসেনি। তারপর জেলা পরিষদের সভাধিপতির পদ শূন্য রয়েছে। এছাড়া সহ-সভাধিপতি পদেও নিয়োগ হতে চলেছে আগামী ১৬ ই জুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ বেশ কিছু ব্যক্তিকে সভাধিপতির পদে আনার একটা সম্ভাবনা রয়েছে। তবে, এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন কমিটি তৈরি করেছেন, সেই কমিটি সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পদের আবেদনকারীদের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

প্রসঙ্গত, যারা এই দুই পদের দায়িত্ব গ্রহণে ইচ্ছুক, তাদের বায়োডাটা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এখনো পর্যন্ত ২৮ জন জেলা পরিষদ সদস্য এই দুই পদের জন্য আবেদন জানিয়েছেন। আগামী ১৬ ই জুন নির্বাচন হতে চলেছে। তার আগে আবেদনকারীদের নাম দেখার পর তা রাজ্য নেতৃত্তের কাছে পাঠানো হবে। নির্বাচনের ঠিক একদিন আগে বিকেলে জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছে তৃণমূল। এই বৈঠকে পদাধিকারীদের নাম স্থির করার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!