এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক স্বপন-মুকুল, অস্বস্তি রাজ্যের!

ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক স্বপন-মুকুল, অস্বস্তি রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার হঠাৎ করেই সন্ধ্যেবেলা কলকাতার স্ট্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের তিনতলায় পূর্ব রেলের সদর কার্যালয়ে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যে ঘটনায় মৃত্যু হয় দমকল কর্মী পুলিশ সহ মোট 9 জন ব্যক্তির। আর এর পরেই ঘটনাস্থলে পৌঁছে এই গোটা ঘটনার জন্য রেলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মরসুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই ব্যাপারে রেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠার পরেই তৃণমূল-বিজেপি তরজায় গিয়ে গোটা পরিস্থিতি পৌঁছাবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।

আর যেমনটা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার পরই গোটা ঘটনা পরিদর্শন করে পাল্টা রাজ্যের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেন বিজেপি নেতা মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর 1 টার সময় ঘটনাস্থলে যান বিজেপি নেতা মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত। আর সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এই দুই বিজেপি নেতা বলেন, “এটা নির্বাচনী প্রচারের জায়গা নয়। মুখ্যমন্ত্রী এখন অন্যের দোষ দেখছেন। গাফিলতি খুঁজছেন। গাফিলতি নিশ্চয়ই ছিল। না হলে এত মৃত্যু হতে পারে না। তবে এখন দোষ না দেখে মানুষের পাশে দাঁড়ানোর সময়।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলের বিরুদ্ধে অভিযোগ তোলার পরই এবার গোটা ঘটনায় রাজনীতি করছেন তৃণমূল নেত্রী বলে সরব হলেন দুই বিজেপি নেতা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে যেভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দুই রাজনৈতিক দলের তরজা শুরু হয়েছে, তাতে রীতিমত হতচকিত একাংশ। অনেকেই বলছেন, বহু মায়ের কোল এই অগ্নিকাণ্ডের জেরে খালি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধি করতে একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি একাংশের। সব মিলিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এবং মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!