এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ হলো ভোটযুদ্ধ, হলো ফলাফল ঘোষণা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধীদের ওপর বারবার আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একদিনের মধ্যে পাঁচজন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে একজন আইএসএফ কর্মীকেও হত্যা করা হয়েছে।

বহু স্থানে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর, মারধর, বোমাবাজির অভিযোগ উঠে আসছে। বিজেপি কর্মীদের ওপর হামলার বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। এবার এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে চলছে সংঘর্ষ,ভাঙচুর, মারধর, হত্যা। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, একাধিক জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এরপর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, নির্বাচনের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৫ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার বিজেপি কর্মী বাড়িছাড়া অবস্থায় আছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন তাঁরা। কয়েক হাজার বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাজ্যপালের কাছে এ বিষয়ে তাঁরা অভিযোগ করেছেন।

রাজ্যপাল জগদীপ ধনকর এক টুইট করে জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে হিংসার ঘটনা ঘটছে, তাতে তিনি উদ্বিগ্ন আছেন। দলীয় কার্যালয়, ঘর, দোকান ভাঙচুর চলছে। পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আর, এবার রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচন পরবর্তী হিংসাতে বারবার আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!