এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলেজে বিক্ষোভ টিএমসিপির! জেনে নিন কারণ!

কলেজে বিক্ষোভ টিএমসিপির! জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার আগে রাজ্যের বেশিরভাগ কলেজে ছিল এসএফআইয়ের দাপট। তৎকালীন বাম ছাত্র সংগঠনের নানা বিষয়ে আপত্তির জেরে আন্দোলন করতে দেখা যেত তৃণমূল ছাত্র পরিষদকে। তবে 2011 সালে রাজ্যে পালাবদলের পর মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলে রাজ্যের বিভিন্ন কলেজে আধিপত্য বিস্তার করে তৃণমূল ছাত্র পরিষদ। কদিন ধরে কলেজ ভোট না হওয়ার কারণে এখন ছাত্র রাজনীতি কার্যত মুখ থুবরে পড়েছে‌।

তবে বিভিন্ন সময় বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নানা নেতাদের দাদাগিরি প্রকাশ্যে এসেছে। কখনও ভর্তিতে তোলাবাজি, আবার কখনও বা অধ্যক্ষকে ঘেরাও, বিভিন্ন ঘটনায় দলের ছাত্র নেতাদের পদক্ষেপে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। তবে এবার দীর্ঘদিন পর কলেজের ভর্তি ফি কমানো এবং অনলাইন ভর্তি প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করার দাবিতে আন্দোলনে নামে ধুপগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। সূত্রের খবর, মঙ্গলবার ধূপগুরি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে অবস্থান-বিক্ষোভের পরে তারা নিজেদের দাবি-দাওয়া পরিচালন সমিতির সভাপতি এবং অধ্যক্ষকে ইমেইল করে পাঠিয়ে দেন বলে খবর। ঠিক কি কারণে তারা এই অবস্থান-বিক্ষোভ করলেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ধুপগুড়ি ব্লক সভাপতি কৌশিক রায় বলেন, “লকডাউনের অনেক পরিবারের সদস্য বেকার হয়ে পড়েছেন। আমাদের এই কলেজে বেশিরভাগ দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা করেন। সেই কারণে আমাদের দাবি, এবছর কলেজের ভর্তির ফি কমানো হোক। এছাড়াও আমরা চাইছি, অনলাইনে ভর্তি প্রক্রিয়া যেন সুষ্ঠভাবে হয়।কলেজে বহিরাগত প্রবেশ যেন কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হয়।”

কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে সমস্ত দাবি নিয়ে আন্দোলন করা হয়েছে, তাতে কি সীলমোহর দেবে কলেজ কর্তৃপক্ষ? এদিন এই প্রসঙ্গে সুকান্ত মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নির্মল চন্দ্র রায় বলেন, “ছাত্রদের দাবিগুলো শুনব। পরবর্তীতে পরিচালন সমিতির বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের স্বার্থে এই ধরনের দাবি অত্যন্ত ন্যায্য এখন যদি কলেজ কর্তৃপক্ষ সমস্যার কথা অনুধাবন করে তৃণমূল ছাত্র পরিষদের এই দাবিকে মান্যতা দেয়, তাহলে কলেজগেটে শাসকদলের ছাত্র সংগঠনের গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!