এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুধু মেদিনীপুরই নয়, অন্যান্য জেলাতেও শুভেন্দু অনুগামীদের স্পষ্ট উপস্থিতি? প্রবল চাপে তৃণমূল?

শুধু মেদিনীপুরই নয়, অন্যান্য জেলাতেও শুভেন্দু অনুগামীদের স্পষ্ট উপস্থিতি? প্রবল চাপে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় শাসক দল তৃণমূলের এক দাপুটে যোদ্ধা ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রচেষ্টাতেই জেলায় জেলায় তৃণমূল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। কিন্তু আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সাংগঠনিক রদবদলের ফলে মুর্শিদাবাদ সহ বহু জেলা হাতছাড়া হয়ে যায় শুভেন্দু অধিকারীর। এরপর দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। পরিবহন মন্ত্রী হয়েও তিনি যেন অনেকটাই ম্রিয়মান হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে চলছে নানা জল্পনা। তিনি তৃণমূলে থাকবেন? নাকি তৃণমূল ছেড়ে যোগ দেবেন বিজেপিতে? এ নিয়ে দেখা দিচ্ছে একাধিক প্রশ্ন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার কান্দির নানা স্থানে এক রাজনৈতিক পোস্টার লক্ষ্য করা যাচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে। এই পোস্টারে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্মিত হাসির ছবি দেখা যাচ্ছে। পোস্টারে লেখা আছে ‘আমরা দাদার অনুগামী’। তবে, ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। তাই তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।

প্রসঙ্গত, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি দল ও প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত থাকছেন। সেই সঙ্গে তিনি দলহীন গণসংযোগ চালাচ্ছেন। এ বিষয়ে তাঁর অনুগামীরা বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার তাঁর অনুগামীদের উপস্থিতি মেদিনীপুর ছাড়িয়ে দেখা দিচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও। ভিন জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে তীব্রভাবে। এবিষয়ে, বিরোধী শিবিরের মতামত, তৃণমূল দলের সঙ্গে মনোমালিন্যর ফলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপির দিকে এগিয়ে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা তাঁর হাতছাড়া হওয়ায়, এই জেলায় তাঁর অনুগামীরা যথেষ্ট সমস্যায় পড়েছেন। এ কারণেই তাঁরা দলবদলের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন।

তবে, গত শনিবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও মেদিনীপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দাঁড়িয়ে, স্পষ্ট জানিয়ে দিলেন যে, তাঁর নামে দল বদলের যে প্রচার করা হচ্ছে তার সমস্তই অপপ্রচার। এই অপপ্রচার কে তিনি ‘ছোটলোকের কাজ’ বলে বর্ণনা করেছেন। গতকালের এই অনুষ্ঠানে তিনি জানালেন যে, এসব অপপ্রচারের উত্তর দিতে চান না তিনি। তবে, শুভেন্দুবাবু যাই বলুন না কেন, তাঁকে নিয়ে একটা চাপা দুশ্চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে শাসকদল তৃণমূলের অন্দরে। শুভেন্দু বাবু থেকেও শাসক দলের কাছে অধিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর অনুগামীরা। পোস্টারে ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে সে ব্যাপারটি স্পষ্ট নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কান্দির বর্তমান পুর প্রশাসক অপূর্ব সরকার একসময় কংগ্রেস দলভুক্ত ছিলেন। শুভেন্দু বাবুর নির্দেশেই তিনি দলবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূল এসেছিলেন। এ প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গেল যে, যে বা যারা এই পোস্টার সেঁটেছেন। তারা তাদের এই কাজের মধ্যে দিয়ে একদিক থেকে তৃণমূলের সংগঠনকেই শক্তিশালী করছেন। কারণ, শুভেন্দু অধিকারী তৃণমূলে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তবে, তৃণমূল সূত্রের খবর, শুভেন্দু বাবুর এই পোস্টার যারা দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই কান্দির এক হেভিওয়েট তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত আছেন। কয়েক বছর আগে শুভেন্দু অধিকারীর নির্দেশে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন সেই তাবড় নেতা। কিন্তু সম্প্রতি মুর্শিদাবাদ শুভেন্দু বাবুর হাতছাড়া হবার কারণে, পূর্বের তুলনায় তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। এ প্রসঙ্গে কান্দির জনৈক তৃণমূল নেতার বক্তব্য, ‘‘ হালে পানি না পেয়ে ওই নেতা এখন শুভেন্দুদা’র পাঞ্জাবির খুঁট ধরে পালিয়ে বাঁচতে চাইছেন। ’’

এভাবে শুভেন্দু অধিকারী ও অনুগামীরা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শাসক দল তৃণমূলে। তিনি ও তার অনুগামীরা তৃণমূলে থাকবেন? নাকি সদলবলে যোগ দেবেন বিজেপিতে? এটাই এখন হয়ে উঠেছে লাখ টাকার প্রশ্ন। জেলায় জেলায় তাঁর অনুগামীদের উপস্তিতি যথেষ্ট মাথাব্যথার কারণ হচ্ছে শাসকদলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!