এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কি বাংলায় বিধানসভা ভোট? অমিত শাহের মন্তব্য ঘিরে জল্পনা

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কি বাংলায় বিধানসভা ভোট? অমিত শাহের মন্তব্য ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবশেষে কি বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় এবার ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেসের ওপর ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রের কাছে বারবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই এই পুলিশ প্রশাসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচন কোনোভাবেই করানো সম্ভব নয়।

স্বভাবতই বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রের কাছে এই রকম অভিযোগ করার পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল, তাহলে কি বিজেপি চাইছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে? অনেকে এটাও বলতে শুরু করেছিলেন, আগামী বিধানসভা নির্বাচন হয়ত বা এই রাষ্ট্রপতি শাসন জারির পরেই অনুষ্ঠিত হবে। কিন্তু এবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, এদিন সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “বাংলায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আইন-শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি অমূলক নয়।” আর বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা সামনে আসতেই প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলায় এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? আর এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, “আমি কিন্তু তা বলিনি। কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না, তা নির্ধারণের একটা সাংবিধানিক পদ্ধতি রয়েছে। সেই রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই তা হয়। বাংলার রাজ্যপাল যদি তেমন কোনো রিপোর্ট দেন, তাহলে সাংবিধানিক প্রক্রিয়া মেনেই তার বিবেচনা করা হবে।”

একাংশ বলছেন, বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর বাংলার আইন-শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা, নানা ইস্যু নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন। প্রায়শই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তার বিবাদ লক্ষ্য করা যায়। তাই কেন্দ্রের পক্ষ থেকে যদি রাজ্যপালের কাছে রিপোর্ট চাওয়া হয়, তাহলে রাজ্যপাল যে সরকারের পক্ষে রিপোর্ট দেবেন, এমনটা ভাবতে নারাজ বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে রাজ্যপাল যদি তৃণমূল সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে কোনো রিপোর্ট দেন, তাহলে তা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর্বের একধাপ এগিয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, “বিরোধীদের ওপর নিধনযজ্ঞ চালাচ্ছে তৃণমূল। মিথ্যে মামলায় জেলে ঢোকাচ্ছে। বাংলায় সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে।”

স্বভাবতই যেভাবে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন, তাতে তৃণমূল কংগ্রেস যে ব্যাপক চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অমিত শাহের এদিনের মন্তব্যে সবথেকে বড় তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতি শাসন জারির কথা। তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এদিন অমিত শাহের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “বিজেপি এখন লাশ গোনার রাজনীতি করছে। টিভি, ক্যান্সারে কেউ মারা গেলেও রাজনৈতিক হত্যা বলে রটিয়ে দিচ্ছে। সিপিএম জমানার চেয়ে মমতা জমানায় বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। অমিত শাহ বরং উত্তরপ্রদেশ, গুজরাটে গিয়ে এসব কথা বলুন।” তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, অমিত শাহের এদিনের মন্তব্য নিয়ে যে ব্যাপক কাটাছেঁড়া শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শোনা যাওয়ায় তা কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!