এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নারদ কাণ্ডে মদন মিত্র ও শুভেন্দু অধিকারীর ভিডিও মেলাতে পারল না তদন্তকারীরা

নারদ কাণ্ডে মদন মিত্র ও শুভেন্দু অধিকারীর ভিডিও মেলাতে পারল না তদন্তকারীরা

নারদ মামলায় নাম জড়িয়েছিল তৃণমূলের তাবড় তাবড় নেতা-নেত্রীর। নারদ কাণ্ডের অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআই তাঁদের তদন্তকারী অফিসারদের দিয়ে অভিযুক্তদের বাড়ি ও অফিসে গিয়ে ভিডিওগ্রাফি করেছিলেন একেবারে ম্যাথুর আদলে। নরাদকাণ্ডে ১৩ জন অভিযুক্তর মধ্যে শুধু মুকুল রায় ও পুলিশ অফিসার এসএমএইচ মির্জার ভিডিওগ্রাফি করা হয়নি। বাকিদের সবার করা হয়েছে এবং সবার দুই রকমের ভিডিওই চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠায় সিবিআই। সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন। বাকি ১০ জনের মধ্যে ৮ জনের ক্ষেত্রে ম্যাথুর তোলা ভিডিও-র সঙ্গে ম্যাথুর ভিডিও মিলে গেলেও মেলেনি প্রাক্তন ও বর্তমান পরিবহনমন্ত্রী মদন মিত্র ও শুভেন্দু অধিকারীরর ভিডিও দুটি। ম্যাথু স্যামুয়েল দাবি করেছিলেন দক্ষিণশ্বরে মদনবাবুর ফ্ল্যাটে গিয়ে তিনি মদনবাবুকে টাকা দিয়েছেন আর সে মতো তদন্তকারী দল সেখানে গিয়ে ভিডিও করেন। অন্যদিকে ম্যাথু স্যামুয়েলের অভিযোগ অনুযায়ী শুভেন্দু বাবুর পূর্ব মেদিনীপুরের দূর্গাচকের অফিসে গিয়ে ভিডিও করেন কিন্তু দুটি ভিডিওই মেলেনি।
তবে তদন্তকারীরা জানিয়েছেন যে দুই জায়গাতেই আসবাবপত্রের স্থানের হেরফের হয়েছে।তাই হয়তো ভিডিও মেলেনি তারা আবার ভিডিও করে পাঠাবেন পরীক্ষার জন্য আর দুই নেতাকেই আবার জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!