এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >   বিজেপি বাংলার উন্নয়ন নিয়ে চেপে ধরলেও কেন্দ্রীয় মন্ত্রক ভরিয়ে দিচ্ছে প্রশংসায়! সৌজন্যে ফিরহাদ

  বিজেপি বাংলার উন্নয়ন নিয়ে চেপে ধরলেও কেন্দ্রীয় মন্ত্রক ভরিয়ে দিচ্ছে প্রশংসায়! সৌজন্যে ফিরহাদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ নতুন কিছু নয়। কেন্দ্রীয় সরকার রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প চালু করার চেষ্টা করলেও রাজ্য সরকার তা কোনোমতেই পালন করছে না বলে বারে বারে অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। এমনকি রাজ্যে উন্নয়ন নেই বলেও তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা। কিন্তু এবার বিজেপিকে কিছুটা চাপে ফেলে দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই রাজ্যের করা উন্নয়নের প্রশংসার কথা শোনা গেল। যাতে কিছুটা হলেও চাপে পড়ল বাংলার বিরোধীদল গেরুয়া শিবির।

সূত্রের খবর, রাজ্যের বাঁকুড়া পৌরসভা এলাকায় জলের কাজ নিয়ে টুইট করে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশংকর মিশ্র। স্বাভাবিকভাবেই যেখানে বিজেপির পক্ষ থেকে রাজ্যের তৃণমূল সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে রাজ্যের উন্নয়ন সম্পর্কে প্রশংসা করায় নিঃসন্দেহে চাপে পড়ল বাংলার ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত, বাঁকুড়া পৌরসভা এলাকায় পানীয় জল সরবরাহের জন্য প্রথম ধাপে 100 কোটি টাকা খরচ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে 16 কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু করোনা চলার সময়ও যেভাবে এই প্রকল্পের কাজ করা হয়েছে, তাতে আগামী তিন-চার মাসের মধ্যে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর সেই ব্যাপারেই বাঁকুড়ার কথা উল্লেখ করে একটি টুইট করেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশংকর মিশ্র। দ্রুত এভাবে পানীয় জল সরবরাহের কাজ শেষের দিকে যাওয়ায় গোটা প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতা পৌরসভার প্রশাসকও তিনি। কলকাতা পৌরসভার বিভিন্ন ঘটনা তুলে ধরে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিরোধী দলের নেতা-নেত্রীরা। কিন্তু এবার তাঁর দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে প্রশংসা করা হল, তাতে রাজ্যের বিরোধী দল বিজেপি অনেকটাই চাপে পড়লে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

তৃণমূলের দাবি, বাংলার বিজেপি নেতারা শুধু বিরোধিতা করতেই ব্যস্ত। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের সঠিক কাজের প্রশংসা করে কার্যত প্রমাণ করে দেওয়া হল, বাংলার সরকার ভালো কাজ করছে। তাই বাংলার বিজেপি নেতারা যতই কথা বলুন না কেন, বাংলার মানুষ তৃণমূলের প্রতিই আস্থা রাখবে। সব মিলিয়ে কেন্দ্রের নগরোন্নয়ন দপ্তরের সচিবের গলায় রাজ্যের উন্নয়ন মূলক কাজের প্রশংসা এখন বাংলার গেরুয়া শিবিরকে বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই চাপে ফেলল বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!