এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মেয়র শোভন চট্টোপাধ্যায় এবার বিবাহবিচ্ছেদের মামলা করলেন, জল্পনা তুঙ্গে

মেয়র শোভন চট্টোপাধ্যায় এবার বিবাহবিচ্ছেদের মামলা করলেন, জল্পনা তুঙ্গে

হঠাৎ কি হলো মেয়রের ?কেন এই বিবাহবিচ্ছেদের মামলা ? ঠিক ই পড়ছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণের খবর অনুযায়ী কলকাতার মেয়র ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করলেন আলিপুর দায়রা আদালতে। যত দূর জানা যাচ্ছে যে গত সোমবার এই মামলাটি রেজিস্ট্রেশন হয়েছে। মামলার রেজিস্ট্রেশন নম্বর হলো – ২৭৩৯/২০১৭, মামলাটির শুনানি হবে আগামী ৯ ডিসেম্বর। কিন্তু প্রশ্ন হলো বিবাহবিচ্ছেদ চেয়ে হঠাৎ কেন মামলা করলেন মেয়র?
এই বিষয়ে মেয়র অবশ্য মুখ খোলেন নি। তিনি জানান পরে যখন সময় হবে তিনি জানাবেন। মামলায় মেয়রের স্ত্রী রত্নাদেবীর বিরুদ্ধে পারিবারিক হিংসা এবং নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।এই বিষয়ে মেয়রের স্ত্রী রত্না দেবীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই পোর্টালের দাবী অনুযায়ী রত্নাদেবীর বাবা দুলাল দাস জানান যে কেউ যদি তাঁদের বিপদে ফেলার চেষ্টা করে, তা হলে সেই বিপদে পড়বে। তাঁরা আইন মেনে চলেন আর আইন মেনেই চলবেন। যদিও এই খবরের সত্যতা প্রিয়বন্ধু বাংলার পক্ষে যাচাই করা সম্ভব হয় নি। এই প্রবন্ধটি সম্পূর্ণরূপে ওই পোর্টালের খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!