এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বীরভূম জেলায় একাধারে তিনজন বিজেপি নেতার বাড়িতে নজিরবিহীন হামলা ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত শাসকদল তৃণমূল

বীরভূম জেলায় একাধারে তিনজন বিজেপি নেতার বাড়িতে নজিরবিহীন হামলা ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত শাসকদল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি মূলত তৃণমূল-বিজেপির নির্বাচনী লড়াই যে হতে চলেছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরস্পর বিরোধী এই দুই রাজনৈতিক দলের মধ্যে মতভেদ, বচসা, সংঘর্ষ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দুই দলের সদস্যদের পারস্পরিক মারামারি, হানাহানি, গুলি, বোমার খবর প্রতিদিন উঠে আসছে সংবাদমাধ্যমে। সম্প্রতি বীরভূম জেলায় একাধারে তিন বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠে এলো শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

বীরভূম জেলা সিউড়ি থানা এলাকাভুক্ত কোপা গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত মেটে গ্রামে। পরপর তিনজন বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের প্রতি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত রবিবার রাতে প্রায় ১০০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি নেতার দামোদর পাল, জয়দেব মণ্ডল, অশ্বিনী দাসের বাড়িতে উপস্থিত হয়। তারপর সেখানে চলে ব্যাপক লুটপাট ও ভাঙচুর। এ প্রসঙ্গে বিজেপি নেতা দামোদর পাল জানিয়েছেন যে, গত রবিবার রাতে যখন তাঁর বাড়ির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল, সেইসনময় শাসকদলের দুষ্কৃতীরা তাঁর বাড়ির পাঁচিল টপকে অকস্মাৎ তাঁর বাড়িতে প্রবেশ করে ও ব্যাপক লুটপাট চালায়। তার বাড়িতে থাকা ট্রাক্টর, বাইক সমস্ত কিছু ভাঙচুর করে এবং বাড়ি থেকে নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

গতকাল রাতে বিজেপি নেতা দামোদর পালের বাড়িতে শাসক দলের দুষ্কৃতীদের প্রবল লুটপাটের পর তাঁরা বিজেপি নেতা জয়দেব মণ্ডল ও অশ্বিনী দাসের বাড়িতে উপস্থিত হয়।সেখানেও তারা অনুরূপ আক্রমণ চালায় বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। এপ্রসঙ্গে বিজেপি নেতা দামোদর পাল জানিয়েছেন, ” রাতে গ্রামের দুর্গামণ্ডপের কাছে প্রচুর লোক হয়েছিল। এই খবর পেয়ে বাড়ির বাইরে গিয়ে দেখি দুষ্কৃতীরা জয়দেবের বাড়ি থেকে জল তোলার পাম্প নিয়ে চলে যাচ্ছে। তারপরেই বাড়িতে চড়াও হয়। আতঙ্কে আছি।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিজেপি নেতা দামোদর পাল পূর্বে জনৈক তৃণমূল কর্মী ছিলেন। কয়েক মাস আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন সম্প্রতি তিনি বিজেপি দলের কোপা গ্রামের শক্তিপ্রমুখ পদ লাভ করেছেন। বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে যে, শুধুমাত্র বিজেপি দল করবার জন্যই এই নেতার বাড়িতে এ ধরনের তান্ডব চালিয়েছে শাসকদল তৃণমূল। সিউড়ি ২ ব্লকের বিজেপি সভাপতি নীলমাধব মণ্ডল এই তিন নেতার বাড়িতে লুটপাট সম্পর্কে জানিয়েছেন, যে তিনজন বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে তাঁরা সকলেই স্থানীয় বিজেপির কোনো-না-কোনো পদাধিকারী।

সিউড়ি ২ ব্লকের বিজেপি সভাপতি নীলমাধব মণ্ডল অভিযোগ করেছেন যে, পুলিশের কাছে সাহায্য চাইলেও, পুলিশ তাদের অভিযোগ গ্রহণ না করে তাদেরকে ফিরিয়ে দেয়। তবে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এবারে তাঁরা ই মেল্ মারফত অভিযোগ জানাতে চলেছেন।

প্রসঙ্গত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কোপা গ্রাম এলাকায় দুটি চুরির ঘটনার সঙ্গে এই বিজেপি নেতারা যুক্ত আছেন। এ কারণে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর যথেষ্ট ক্ষুব্ধ। এই ক্ষোভের কারণে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে আক্রমণ করেছে। এ বিষয়ে তৃণমূলের কোন যোগ নেই।

এ প্রসঙ্গে কোপা তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদি বলেছেন, ” আমাদের কোনও কর্মী এই কাজ করেনি। আমরা হিংসার রাজনীতি করি না। তা ছাড়া কোমা অঞ্চলে বিজেপির সংগঠন নেই।’’ অন্যদিকে এ প্রসঙ্গে সিউড়ি ২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের বক্তব্য, ” ওই এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার ধারে গাছ লাগানো হয়েছিল। সেই গাছ চুরির জন্য পুলিশ দু’জনকে আটক করেছে। ওরা হয়তো বিজেপি করে। এখন চুরি চাপা দেওয়ার জন্য এই নাটক করছে।’’

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার বিকেল পর্যন্ত থানায় এ বিষয়ে কোন অভিযোগ কেউ জানায়নি। অন্যদিকে শাসকদলের প্রতি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!