এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা সতর্কতায় বর্ষবরণের অনুষ্ঠান বাতিল হতে চলেছে রাজ্যে, জেনে নিন পুরোট

করোনা সতর্কতায় বর্ষবরণের অনুষ্ঠান বাতিল হতে চলেছে রাজ্যে, জেনে নিন পুরোট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একদিকে করোনা, অন্যদিকে ওমিক্রণ- দুইয়ের সাঁড়াশি চাপে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কলকাতায় করোনার সংক্রমণ তড়িৎ গতিতে বেড়ে চলেছে। এই অবস্থায় বর্ষশেষের রাতের উৎসব নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে প্রায় সব আয়োজক সংস্থা। বুধবারই রাজ্যে করোনা সংক্রামিতর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে থার্ড ওয়েভের সুর।এই অবস্থায় 31 শে ডিসেম্বরের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করতে শুরু করেছে কলকাতার বিভিন্ন অভিজাত ক্লাব।

 

সম্প্রতি করোনা সংক্রমণ স্তিমিত হতেই সাধারণ মানুষের একাংশ পাল্লা দিয়ে বাইরে বেরোতে শুরু করে। ফলস্বরূপ সংক্রমণ মাত্রাছাড়া ভাবে বেড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষবরণের অনুষ্ঠান যেভাবে একের পর এক সংস্থা বাতিল করছে তাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ইতিমধ্যে গলফ ক্লাব এবং টলি ক্লাব জানিয়ে দিয়েছে 31 শে ডিসেম্বরের রাতের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য তাঁদের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 31 ডিসেম্বরের অনুষ্ঠান তাঁরা বাতিল করেছে। একই রাস্তায় হেঁটেছে কলকাতা সুইমিং ক্লাব ষও। টলি ক্লাবের ম্যানেজিং মেম্বার এবং সিইও জানিয়েছেন গত বছর ছোট করে হলেও বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে কিন্তু এবার করোনার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বর্ষবরণের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রশ্ন উঠছে, শুধুমাত্র কলকাতার কিছু বড় বড় সংস্থা অনুষ্ঠান বাতিল করলেও বাকিরা সেই রাস্তায় এগোবে তো? নাকি প্রত্যেক বছরের মতন 31 ডিসেম্বরের রাতেই জনস্রোত নামবে কোলকাতার পার্কস্ট্রিটে? যেমনটা বড়দিনে দেখা গিয়েছিল। আর তা যদি হয়, তাহলে বিপদ যে আরও বাড়বে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!